852. 'পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে?
সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক। 'পরানের গহীন ভিতর' (১৯৮০) তার আঞ্চলিক ভাষায় লিখিত কাব্যগ্রন্থ। 'একদা এক রাজ্যে' (১৯৬১), 'বিরতিহীন উৎসব' (১৯৬৯), 'আমি জন্মগ্রহণ করিনি' (১৯৯০), 'নাভিমূলে ভষ্মাধার', 'অপর পুরুষ' (১৯৭৮), ধ্বংসস্তূপে কবি ও নগর (২০০৯) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।