Hints: এটি Present perfect continuous tense-এর উদাহরণ। কোনো কাজ পূর্বে একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলাকে Present perfect continuous tense বলে। যেহেতু এখানে definite period of time বুঝানো হয়েছে তাই since ব্যবহৃত হবে।
Hints: চারটি options-এর মধ্যে (ক) without অর্থ 'ছাড়া' (খ) but অর্থ ব্যতীত, (গ) that অর্থ যে এবং (ঘ) beside অর্থ পাশে। শূন্যস্থানে but হবে। এখানে but অর্থ except। এটি এখানে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
Hints: Admit of sth-একটি phrasal verb যার অর্থ হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যা বা সমাধান হিসেবে সম্ভব এরূপ কিছু দেখানো your conduct admits of no excuse অর্থাৎ তোমার ব্যবহারের জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।
Hints: Aspire to একটি Prepositional phrase যার অর্থ কোনো কিছুর জন্য আকুল হওয়া/উচ্চাকাঙ্ক্ষী হওয়া। প্রদত্ত বাক্যে সে একটি Scientific Career এর উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে।