1067. 11. The retired professor decided---put---a job as an advisor of the Central Bank.
Hints: Put in for a job অর্থ চাকরির জন্য দরখাস্ত করা আর decide to + verb এর present form বসে। বাক্যে to, in, for যোগে বাক্যটির অর্থ: অবসর প্রাপ্ত অধ্যাপক কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদে চাকরির জন্য দরখাস্ত করার সিদ্ধান্ত নিল।
Hints: Agree with somebody on something অর্থ কোনো কিছুতে কারো সাথে একমত হওয়া। সুতরাং শূন্যস্থানে agreed with বসবে। Agreed with বসিয়ে বাক্যটির বাংলা: এ বিষয়ে আমি তার সাথে একমত হয়েছি।
Hints : প্রদত্ত চারটি options-এর মধ্যে appropriate preposition- এর নিয়ম অনুযায়ী to বসবে। বাক্যটির অর্থ- সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদিকে তিনটি preposition at, for এবং after শূন্যস্থানে বসে না।
1079. It is natural in every man to wish---distinction.
Hints: Wish for something অর্থ বিশেষত পাওয়া সম্ভব নয় বলে মনে হয় এবং কিংবা নিতান্তই ভাগ্যগুণে পাওয়া যেতে পারে এমন কিছুর আকাঙ্ক্ষা করা। For যোগে বাক্যটির বাংলা: শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা করা প্রতিটি মানুষের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়।