Hints: Despite something অর্থ কোনো কিছু সত্ত্বেও। আর in spite of something অর্থও কোনো কিছু সত্ত্বেও। কিন্তু option এ শুধু in spite দেওয়া আছে। সুতরাং শূন্যস্থানে despite বসবে।
চ×G = ৪২ হলে উত্তর হবে (ঘ) ১১০
চ×G = ৪২ [যেখানে চ বাংলা ব্যঞ্জনবর্ণের ৬ষ্ঠ বর্ণ এবং G ইংরেজী বর্ণমালার ৭ম বর্ণ]
তাই, চ×G = ৬× ৭ = ৪২]
এখন, J × ট = ১০ × ১১ = ১১০ .. সঠিক উত্তর হবে (ঘ) ১১০।
Hints: তারিখের পূর্বে on বসে। সময়ের পূর্বে at আর নির্দিষ্ট period of time-এর পূর্বে since বসে। আর মাসের পূর্বে in বসে। যেহেতু November মাসের নাম সুতরাং শূন্যস্থানে in বসবে।