Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. 'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না' তাকে বলে-
ক্ষণপ্রভা
ক্ষণস্থায়ী জ্যোতি
রগ
অনসূয়া
82. 'যা লাফিয়ে চলে'- এক কথায় বলে-
উল্লম্ফ
লাফবাজ
দড়াবাজ
প্লবগ
83. 'বৃষ্টির জল' এর এক কথায় প্রকাশ-
অমিয়
শ্বাদল
বেসাতি
শীকর
84. যার জিহ্বা লকলক করে- এক কথায় কী বলে?
লেহ্য
লিপ্সা
লেলিহান
যুযুৎসু
85. 'বেলাকে অতিক্রান্ত' পদের অর্থ কী?
অবেলা
গোধূলি
উদ্বেল
সাঁঝ
86. 'যে বিষয়ে মতভেদ নেই এমন' এর এক কথায় প্রকাশ-
ঐকমত্য
অবিসংবাদিত
মীমাংসিত
নিরঙ্কুশ
87. এক কথায় প্রকাশ করুন: পাঁচ সেরের সমাহার'-
পরিমেয়
পশুরী
চতুরঙ্গ
পৌরুষ
88. এক কথায় প্রকাশ করুন: 'অন্য ভাষায় রূপান্তরিত'-
গুদাম
অনূদিত
অনুচিকীর্ষা
অননুমেয়
89. এক কথায় প্রকাশ করুন: 'অনেকের মধ্যে একজন'-
অবিসংবাদিত
অবীরা
অনিন্দ্য
অন্যতম
90. এক কথায় প্রকাশ করুন: 'মর্মকে পীড়া দেয় যা'।
মর্মন্তুদ
মর্মভেদী
পীড়াদায়ক
মর্মস্পর্শী
91. 'পথ চলার খরচ' কথাটির সংক্ষিপ্ত রূপ-
খোরাকি
হাত খরচ
পাথেয়
পার্থিব
92. এক কথায় প্রকাশ করুন: 'দ্বারে থাকে যে'-
দ্বাররক্ষী
দৌবারিক
দ্বারিকা
দারোয়ান
93. হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশযোগ্য রূপ-
জিহীর্ষা
বিভ্রামিষা
বিবিক্ষা
জুগুলা
94. 'মৃতের মত অবস্থা যার' তাকে এক কথায় কি বলা হয়?
মুমুর্ষূ
মুমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষু
95. 'যা হবে' বাক্যটি সংকোচন করলে হবে-
ভাবি
অবশ্য
ভাবী
অবশ্যম্ভাবী
96. 'এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে'- কথাটিকে এক কথায় প্রকাশ কর।
যাযাবর
পর্যটক
পথিক
অভিযাত্রী
97. 'ছন্দে নিপুণ যিনি'- এক কথায় কী হবে?
কবি
ছান্দসিক
ছন্দবেত্তা
কোনোটিই নয়
98. যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলে-
সর্বজ্ঞ
সবজান্তা
বহুজ্ঞ
কোনোটিই নয়
99. 'সমুদ্র হতে হিমাচল পর্যন্ত' বাক্যাংশের অর্থ হিসেবে কোনটি প্রযোজ্য হয়?
আসমুদ্র
হিমালয় পর্যন্ত
আসমুদ্রহিমাচল
অসমুদ্র
100. 'কথায় বর্ণনা করা যায় না যা' এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
বর্ণনাতীত
অনির্বচনীয়
অবর্ণনীয়
নির্বচনীয়