Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
661. কোন Survey method Field observation এ Plotting একই সাথে করা হয়?
Explainedঃ প্লেন টেবিল জরিপ একটি লৈখিক জরিপ। প্লেন টেবিল জরিপে মাঠ পরীক্ষা এবং নকশায়ন একই সাথে করা হয়। জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোন Survey metod Field observation এবং Plotting একই সাথে করা হয় Plane Table Survey 2. কৌণিক ও দৈর্ঘ্য পরিমাণ করা হয় না কোন জরিপ এ- plain table survey. 3. কোন জরিপ এ জরিপ লিপি প্রয়োজন নেই- Plain table survey. 4. সমান্তরাল ও সমানুপাতিক নীতির উপর প্রতিষ্ঠিত কোন survey Plain table survey. 5. আর্দ্র আবহাওয়ায় কোন জরিপ করা যায় না. Plain table survey. 6. Plain table survey এ table এর আকার- 600 mm x750 mm.
Plane Table Survey
Chain Survey
Tacheometry Survey
Compass Survey
662. contour interval is- (কন্টুর বিরতি হলো:)
explained: পাশাপাশি অবস্থিত দুটি কন্টুর এর মধ্যবর্তী উলম্ব দূরত্বই হল contour interval
The vertical distance between any two consecutive contours
The horizontal distance between any two consecutive contours
The vertical distance between any two points on same contours
The horizontal between any two points on same contours
663. Engineering chain-এর দৈর্ঘ্য কত?
Explained: (ক) গান্টার শিকল(৬৬ ফুট)। (খ) প্রকৌশল বা স্থাপতি শিকল (১০০ ফুট)। (গ) মিটার শিকল (২০-৩০ মিটার)। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 20 m chain এ সর্বোচ্চ tolerance কত- ± 5 mm 2. নিচের কোনটি মিটার শিকল -30 m chain. 3. নিচের কোনটি প্রকৌশল শিকল- 100 ft chain. 4. নিচের কোনটি গান্টার শিকল- 66 ft chain. 5. গান্টার শিকল ব্যবহার করা হয় সাধারণত- ভূমি পরিমাপে। 6. প্রকৌশল শিকলের মাপ প্রকাশ করা হয়- বর্গফুটে
66 ft
100 ft
33 ft
50 ft
664. ট্রানজিট বিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?
90°
270°
180°
360°
665. থিওডোলাইট এমন একটি যন্ত্র যা দ্বারা সঠিকভাবে মাপা যায়-
Explained: থিওডোলাইট এক প্রকার কোন পরিমাপক যন্ত্র। এর সাহায্যে অতি সূক্ষভাবে অনুভূমিক ও উলম্ব কোন পরিমাপ করা যায়। কোন পরিমাপের মাধ্যমে ট্রাভ্যর্স জরিপ, ত্রিভুজায়ন জরিপ, হাইড্রোগ্রাফিক জরিপ, টেকোমিটরি জরিপ কার্য করা হয়ে থাকে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে- 360°. 2. নন-ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি কোণ পরিমাপ করতে পারে- 45° 3. অনুভূমিক অক্ষে উল্লম্ব তলে ঘুরানো যায় কোনটিকে- ট্রানজিট থিওডোলাইট। 4. যেকোনো পরিমাণের উল্লম্ব কোণ পরিমাপ করা যায়-ট্রানজিট থিওডোলাইট।
horizontal angle only
vertical angle only
horizontal and vertical angle
only liner measurement
666. একটি Contour ম্যাপের কেন্দ্রের দিকে উচ্চতা বাড়লে বুঝা যায়, এটি-
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন ১। সমদূরত্বে কন্ট্রর রেখার অবস্থিতি নির্দেশ করে –সমঢাল ২। কন্টুর মানচিত্রের ক্ষেত্রে কোনটি সভা? মানচিত্র মাঝখানে শেষ হবে না। এটি মিলে যাবে, মানচিত্রের বাইর দিকে চলে যাবে ৩। ধারাবাহিক বন্ধ কন্টুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান যেশি হয়, তবে তা নির্দেশ করে- জলাশয় বা পুকুর ৪। কন্টুর রেখা উপত্যকা বা অধিকাতা রেখাকে ছেদ করে -সমকোণে ৫। ভূসংস্থানিক মানচিত্রের সাথে সাদৃশ্য- কন্টুর মানচিত্র
জলাশয়
পাহাড়
সমতলভূমি
উপরের কোনোটিই নয়
667. Back bearing of a line is equal of (যে কোন রেখার পশ্চাৎ বিয়ারিং সমান)-
Explained: সম্মুখ বিয়ারিং ১৮০° হতে কম হলে ১৮০° যোগ করলে। পশ্চাৎ নিয়ারিং পাবো অন্যভাবে সম্মুখ বিয়ারিং ১৮০° হতে বেশি হলে ১৮০° বিয়োগ করলে পশ্চাৎ বিয়ারিং পাবো। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. There are two stations A and B. Which of the following statements is correct? - The back bearing of Af is BA 2. In quadrantal bearing system, back bearing of a line may be obtained from its forward bearing, by- Changing the cardinal points, iz. substituting N for S and E for Wand vice-versa 3. Back bearing of a line is equal to -Forebearing ±180 4. A transit is oriented by setting its vernier A to read the back azimuth of the preceding line. A back sight on the preceding transit station taken and transit is rotated about its vertical axis. The vernier A reads - Azimuth of the forward line
Fore bearing ± 90°
Fore bearing ±180°
Fore bearing ±270°
Fore bearing ± 360°
668. For a tratraverse containing 10 sides, what would be the correction applie for the first""side, if it consists a closing error of +1.927" –
19.0
19.2
1.902
0.192
669. যদি ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মিটার হয়, তাহলে বিয়ারিং কত ?
53 °
46 °
36°
57.5°
670. during plane table survey the figure indicate which of the following process (plane table জরিপের সময় নিচের চিত্রটি নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি নির্দেশ করে)
Explained: তিন বিন্দুর সমস্যায় plane table অভিযোজন বা সমন্বয় মিলিত হবে কিন্তু একটি ত্রিভুজ গঠন করবে না। যা ত্রুটির ত্রিভুজ নামে পরিচিত। ত্রুটির ত্রিভুজের আকার অভিযোজনে কৌণিক ত্রুটির পরিমানের উপর নির্ভর করে।
Two point problem
Three point problem
Compass orientation
Back side orientation
671. ৩০ মিটার শিকল দিয়ে মেপে ১: ১২ ঢালবিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্যা পাওয়া গেল ৩৯২.৫ মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি ৭.৫ সেমি ছোট ছিল। তাহলে, রেখার সংশোধিত দৈর্ঘ্য কত?
393.16 m
392.16 m
391.16 m
390.16 m
672. একটি কক্ষের মেঝে ও ছাদের তলদেশে Staff reading যথাক্রমে 0.905m-3.04m, কক্ষের উচ্চতা কত?
Explained: কক্ষের উচ্চতা= মেঝের স্টাফ পাঠ+ ছাদের তলার স্টাফ পাঠ = 0.995+3.04 (মানে স্টাফ উল্টাভাবে ধরা) কক্ষের উচ্চতা= 4.035m উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. একটি কক্ষের মেয়ে ও ছাদের তলদেশে স্টাফ রিডিং 0.995 m 3.04 m। কক্ষের উচ্চতা কত- 4.035. 2. মেঝের B1-25 m. স্টাফ স্বাভাবিক অবস্থায় মেঝেতে প্রাপ্ত স্টাফ পাঠ 1.705 m এবং ছাদের তলায় স্টাফ উল্টা অবস্থায় ধরে প্রাপ্ত স্টাফ পাঠ 3.945 m. কক্ষের উচ্চতা কত-5.65m 3. একটি কক্ষের মেঝে এবং ছাদের তলার RL যথাক্রমে 1.2m এবং- 2.60 m. কক্ষের উচ্চতা কত-3.8m 4. কক্ষের মেঝে, ছাদের তলদেশ ও বিমের তলদেশে প্রাপ্ত স্টাফ পাঠ যথাক্রমে 0.945 m. -1.04m-2.54 m। বিমের গভীরতা কত-0.5 m.
3.985m
2.095m
3.04m
3.513m
673. A এবং B স্থানের Staff Reading যথাক্রমে 5.75 , 6.85 মিটার। A স্থানের R.L যদি 200 মি. হয়, তবে B স্থানের R.L--
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. A এবং B স্থানের Staff Reading যথাক্রমে 5.75, 6.85m .Α স্থানের R.L. যদি 200 m হয়, তবে B স্থানের R.L কত- 194.9m) 2. C বিন্দুতে যন্ত্র বসিয়ে A ও B বিন্দুর স্টাফ পাঠ পাওয়া গেল যথাক্রমে 1.605 m এবং 1.505 m. A বিন্দুর RL-54m হলে, B বিন্দুর RL. কত- 54.1 m. 3. A , C বিন্দুর স্টাফ পাঠ যথাক্রমে 5.82m , 6.47m ,, . A বিন্দুর RL 100m,, . B বিন্দুর RL 98.18m . . C বিন্দুর RL কত-99.35m
194.25 মি
198.9 মি
201.১ মি
206.86 মি
674. নির্মূল Plane Table Survey- Centering বের করার জন্য যে যন্ত্র ব্যবহার কর হয়, তার নাম—
Explained- Plan table Surver-এর ক্ষেত্রে centering করার জন্য Plumbing fork ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি রশির মাথায আটকানো থাকে, যা একটি নির্দিষ্ট স্থানের centering করার জন্য ব্যাবহার। করা হয়, এটিকে Plumbing হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন ১। কোন জরিপে একই সাথে মাঠের কাজ ও নকশায়ন সম্পন্ন হয়-প্লেন টেবিল জরিপ ২। এলনসহ ডিমটা যন্ত্রটি ব্যবহৃত হয়- প্লেন টেবিল জরিপ ৩। ছোট ছেলের নকশায়নে বিশেষ উপযোগী-প্লেন টেবিল জরিপ ৪। স্বল্প সময়ে সহজে ঘের দেওয়ার জন্য করা হয় -প্লেন টেবিল জরিপ
Spirit level
Alidade
Plumbing fork
Trough compass
675. The constant vertical distance between two adjacet contours is called-(দুটি সন্নিহিত কন্টুরের মধ্যে ধ্রুবক উল্লম্ব দূরত্বকে বলা হয়-)
Explained: পাশাপাশি অবস্থিত দুটি কন্টুর এর মধ্যবর্তী উলম্ব দূরত্বই হল contour intervall. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The constant vertical distance between two adjacent contours, is called Contour interval 2. If a 30 m chain diverges through a perpendicular distance d from its correct alignment, the error in length, is (d^2/60) m 3. The sensitivity of a bubble tube can be increased by- Increasing the diameter of the tube 4. Select the correct statement- Contour interval on my map is kept constant 5. In case of a double line river, contours are-Stopped at the edge of the river 6. Location of contour gradient for a high way is best set out from- Saille down the hill
horizontol interval
vertical interval
contour interval
contour distance
676. RL. Of MSL at the Bay of Bengal near Cox Bazar is (কক্সবাজারের কাছে বঙ্গোপসাগরে MSL-এর RL হল)
Explained: গড় সমুদ্রতল (MSL-Mean Sea Level): কোনো স্থানের দীর্ঘকালব্যাপী (সাধারণত ১৯ বছর) অমাবস্যা, পূর্ণিমা, জোয়ারভাটা ইত্যাদিসহ সকল ক্ষেত্রে সাধারণত পানির গড় উচ্চতা বরাবর পৃষ্ঠ ভলকে গড় সমুদ্রতল বলে। বাংলাদেশের জন্য বঙ্গোপোসাগর এর পানি তলকে গড় সমুদ্রতল হিসেবে ধরা হয় যার RL. হল ০ (শূণ্য)।
0 m
50 m
10 m
100 m
677. যদি A ও B বিন্দুর level পার্থক্য 1m হয় এবং তাদের দূরত্ব 50m হয় তাহলে gradient --
1 in 2
50%
2%
1 in 50
678. Engineer's Chain এর দৈর্ঘ্য কত?
Explained : Enginner's chain- এর দৈর্ঘ্য 100ft Gunter's Chain - এর দৈর্ঘ্য 66ft Meter chain এর দৈর্ঘ্য 10m, 25, 30m. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Engineers Chain এর দৈর্ঘ্য কত- 100ft 2. Engineen Chan এর ক্ষেত্রফল কিসে প্রকাশ করা হয়- বর্গফুটে। 3. গান্টার শিকলের দৈর্ঘ্য- ৬৬ ফুট। 4. সান্টার শিকলের ক্ষেত্রফল কিসে প্রকাশ করা হয়-একরে। 5. সাধারণত তুমি পরিমাপে ব্যবহার করা হয়- গান্টার শিকল।
66 ফুট
100 ফুট
৪০ ফুট
120 ফুট
679. One hectare of land equal to -(এক হেক্টর জমির সমান-)-
Explained: হেক্টর, ভূমি পরিমাণের একটি একক। পুরনো মেটিক পদ্ধতির অংশ কিন্তু আধুনিক মেট্রিকপদ্ধতিতে এটিকে রাখা হয়নি। ১ হেক্টর গহান = ১০০০০ m³ = ২.৪৭১ একক। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. If total run off of a basin of 50 hectares is 0.8 cm, the ordinate of Bernard's distribution graph, may be calculated by the formula (where Q is the discharge in cumecs at the given time) - y = 250Q 2. An intense rain is falling at a uniform rate of 7.5 cm/hour for a period of 60 minutes on a basin whose area is 500 hectares. If the average infiltration capacity during the entire rain period is assumed to be 1.5 cm/hr, the maximum run-off rate based on 10 minute peak percentage of 16% from distributing graph of the basin, is - 80 3. If the optimum depth of kor watering for a crop is 15.12 cm, the outlet factor for the crop for four week period in hectares per cumec, is-1600
2.417 acre
2.471 acre
2.517 acre
2.571 acre
680. কন্টুর রেখাগুলোর যদি ভিতরের দিকে কন্টুর মান বেশি হয় তবে তা-
explained: কন্টুর রেখাগুলোর গদি ভিতরের দিকে কন্টুর মান বেশি হয় তবে তা ভিতরের দিক উচু ভুমি নির্দেশ করে।
পাহাড় বা টিলা
সমঢাল
পুকুর
সমোন্নতি ব্যবধান