13. These are---- results I have ever had in an exam!
Hints: প্রশ্নোক্ত বাক্যে সবচেয়ে খারাপ (the worst) ফলাফলে বিস্ময় ভাব প্রকাশ করছে। Worst হলো bad এর superlative degree, যার পূর্বে article (the) বসে। অপশন (খ) তে ukost এর পূর্বে the না থাকায় তা ভুল। Most একটি superlative degree, যা দুই বা ডতোধিক syllable বিশিষ্ট adjective শব্দের পূর্বে বসে ঐ adjective superlative degree প্রকাশ করে। Bad একটি one syllable adjective শব্দ এবং worst হলো এর superlative degree, যার পূর্বে most বসে না। Worse হলো bad-এর comparative degree যা বাক্যে দুটি বিষয় বা বস্তুর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। প্রশ্নোক্ত বাক্যে দুটি বিষয় বা বন্ধুর মধ্যে তুলনা না থাকায় তা সঠিক নয়। সুতরাং সঠিক উত্তর (ক) the worst।