Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
61. আরবি স্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের-
30%
40%
50%
25%
62. ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবে সাপোর্টের ওপর সৃষ্টি হয়-
ব্যাখ্যা: যে-কোনো কাঠামোর সাপের্টের কাছে স্পানে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়। তাই ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবের সাপোর্ট-এর কাছে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়।
ধনাত্মক মোমেন্ট
ঋণাত্মক মোমেন্ট
শূন্য মোমেন্ট
কোনোটিই নয়
63. মোটাদানার পূরক পদার্থ সাধারণত কত নং চালুনি দ্বারা অতিক্রম করে না?
ব্যাখ্যা: মোটা দানার পূরক পদার্থের সর্বশেষ চালুনি নং ৪(৪.৭৫ মিলি)।
৪নং চালুনি
৮নং চালুনি
৬নং চালুনি
১৬নং চালুনি
64. ACI Code অনুসারে Circular Column-এর Minimum diameter কত?
12 inch
10 inch
8 inch
1/4 of column height in inches
65. পড ফুটিং-এর ক্ষেত্রে ফুটিং-এর কিনারায় ন্যূনতম পুরুত্ব হবে-
10cm
15cm
12cm
18cm
66. Column-এ ব্যবহৃত Lateral tie-এর Diameter নিম্নোক্ত কোনটির চেয়ে কম হবে না?
ব্যাখ্যা: Column-এ 6mm থেকে 12m ব্যবহার করা হয়। টেনসাইল শক্তি বৃদ্ধির জন্য হুক ব্যবহার করা হয়। তবে BNBC-2020- অনুযায়ী 10mm-এর কম ব্যাসের রড ব্যবহার করা উচিত।
5mm
10mm
15mm
20mm
67. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long Column) বলা হয়?
ব্যাখ্যা: কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এর 10 গুণের বেশি হলে, তাকে লম্বা কলাম বলে। কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ১০ গুণের কম হলে, তাকে শর্ট কলাম বলা হয়।
৪ গুণ
৮ গুণ
৬ গুণ
১০ গুণ
68. মোটাদানার পূরক পদার্থের ব্যাস সাধারণত কত ইঞ্চি অপেক্ষা বেশি হয়?
ব্যাখ্যাঃ মোটা দানার পূরক পদার্থের ব্যাস সাধারণত 3/8 ইঞ্চি অপেক্ষা বেশি।
১/৮ ইঞ্চি
১/৬ ইঞ্চি
১/৭ ইঞ্চি
৩/৮ ইঞ্চি
69. Tied column-এর reduction factor কত হবে?
ব্যাখ্যা: (i) Tied কলাম Reduction factor = 0.70. (ii) Spiral কলাম Reduction factor = 0.75 (iii) মোমেন্ট ক্ষেত্রে ৫= 0.90 (iv) শিয়ার = 0.85
0.85
0.75
0.70
0.80
70. যে-সব স্ল্যাবের নিচে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল থাকে না, তাকে বলে-
ব্যাখ্যা: যখন স্ল্যাবের নিচে ও কলামের উপরে ক্যাপিটাল থাকে না, তখন ঐ স্ল্যাবকে ফ্লাট প্লেট স্ল্যাব বলা হয়।
জয়েস্ট স্ল্যাব
ফ্লাট প্লেট স্ল্যাব
রিব স্ল্যাব
কোল স্ল্যাব
71. ফ্লাট স্ল্যাবের ড্রপ প্যানেলের দৈর্ঘ্য-
ব্যাখ্যা: ফ্লাট স্ল্যাবে ড্রপ প্যানেল-এর দৈর্ঘ্য 0.33L। ফ্লাট স্ল্যাবে কলাম ক্যাপিটাল-এর পরিমাণ 0.20L থেকে 0.25L। এখানে, L = স্ল্যাবের দৈর্ঘ্য।
0.20L
0.33L
0.25L
0.40L
72. বাংলাদেশের প্রচলিত নির্মাণে স্বাভাবিক অবস্থায় Beam-এর bottom-এর Reinforcement-এর Clear cover কত?
3/4"
1.5"
1"
2"
73. কংক্রিট দেয়ালের ক্ষেত্রে শিয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন ধরা হয় দেয়াল পৃষ্ঠ হতে-
d
a/4
d/2
(C-1)/2
74. Factor of safety বলা হয়-
অন্তিম পীড়ন (ultimate stress) এবং কার্যকরী পীড়নের (working stress) অনুপাতকে
কার্যকরী পীড়ন এবং অন্তিম পীড়নের অনুপাতকে
ভাঙানো পীড়ন (breaking stress) এবং অন্তিম পীড়নের অনুপাতকে
অন্তিম পীড়ন এবং ভাঙানো পীড়নের অনুপাতকে
75. Euler-এর formula প্রযোজ্য শুধু-
ব্যাখ্যা: Euler Formule জন্য প্রযোজ্য লম্বা কলাম। শর্ট ও লম্বা কলামের জন্য প্রযোজ্য Rankin Formule.
বেঁটে column-এর জন্য
দুর্বল column-এর জন্য
বেঁটে এবং লম্বা উভয় column-এর জন্য
লম্বা column-এর জন্য
76. হালকা লাইভ লোডের জন্য কোন ধরনের স্ল্যাব ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: হালকা লাইভ লোডের জন্য রিবড স্ল্যাব ব্যবহার করা হয়, সৌন্দর্যবর্ধক কাজের জন্য এই স্ল্যাব ব্যবহার করা হয়।
একমুখী
ফ্লাট
দ্বিমুখী
রিবেড
77. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পূরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৭০-৭৫ ভাগ
৯০-৯৫ ভাগ
78. রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে সিমেন্টের ওজনের শতকরা কত ভাগ পানির প্রয়োজন হয়?
২০%
২২%
২৫%
২৭%
79. আরসিসি বিম বা স্নাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
ব্যাখ্যা: আরসিসি বিম স্ল্যাবের জন্য সর্বোচ্চ স্ল্যাম্প = 50mm-100mm বিম, স্ল্যাব, দেওয়াল 50mm- 100mm কলাম, রিটেইনিং ওয়াল 75mm -100mm RCC বুনিয়াদ 50mm-100 mm স্ন্যাপ দেওয়া হয়।
১০ সেমি
২০ সেমি
১৫ সেমি
২৫ সেমি
80. টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোডের পরিমাণ-
ব্যাখ্যা: টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোড-এর পরিমাণ WS /3kg/m টু-ওয়ে স্ল্যাবের লং ডিরেকশনে আগত লোড-এর পরিমাণ WS /3 x WS /3 3-m² /2 kg/m
WS/3
WS/3 x m
W/3 x m² /2
W/3xm