1327. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। সোডিয়াম ধাতু একটি ক্ষার। এটির তাপ পরিবাহকতা তাপ স্থানান্তর ক্ষমতা বেশি।
1330. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু কোন সাল থেকে?
ব্যাখ্যা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বোর্ডটি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে।
ব্যাখ্যা: The heat produced during nuclear fission in the reactor core is used to boil water into steam, which turns the blades of a steam turbine. As the turbine blades turs, they drive generators that make electricity
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ২৮টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে। প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের জকিগঞ্জ।
ব্যাখ্যা: কম্বাইন্ড সাইকের পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্র প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাগুলোর তুলনায় জ্বালানি সাশ্রয়ী। অর্থাৎ সমপরিমাণ জ্বালানি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র তুলনামূলক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
ব্যাখ্যা: Average load এবং Peak load-এর অনুপাতকে load factor বলে। Load factor 100% হলে এর মান হবে। Average load Loud factor Peak Load Average load 1= Peak load Average load= Peak load