3. এক-ফেজ ট্রান্সফরমার থেকে তিন-ফেজ সরবরাহ ১০৩০ পাওয়ার উপায় কী
ব্যাখ্যা: এক-ফেজ ট্রান্সফর্মার থেকে তিন-ফেজ সরবরাহের পাওয়ার ব্যান্ড উপায়গুলো হলো-
(১) দুটি ১-ফেজ ট্রান্সফর্মারে স্কট বা (T-T) সংযোগ করে।
ii) তিনটি ১-ফেজ ট্রান্সফর্মারকে পর পর সাজিয়ে।
( (iii) ট্রান্সফর্মারকে ওয়াই-ডেল্টা সংযোগ করে।
8. একটি ইন্ডাকশন মোটর স্টার্ট দেওয়ার সময় খুব বেশি কারেন্ট নেওয়ার কারণ
ব্যাখ্যা: একটি ইন্ডাকশন মোটরে ইনপুট ইম্পিড্যান্স কম থাকায় স্টার্ট নেওয়ার সময় অত্যাধিক কারেন্ট প্রবাহিত হয়। এ অসুবিধা দূর করার জন্য স্ট্যার্টার ব্যবহার করা হয়।
11. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে স্টার্ট নিতে পারে না। কারণ এটি --
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় ফলে এরা নিজে নিজে স্টার্ট নিতে পারে। কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় না ফলে নিজে নিজে স্টার্ট নিতে পারে না।