1475. নিচের কোনটি মেল্টিং ফারনেস?
ব্যাখ্যা: গলন চুল্লি (Melting furnace): যে-সব চুল্লিতে খনি হতে প্রাপ্ত আকরিককে গলিয়ে স্বাভাবিক নমুনা (Regular form) যেমন পিণ আয়রন বা ইনগট তৈরি করা হয়, তাকে মেন্টিং ফার্নেস বা গলন চুল্লি বলে। গলন চুল্লি দুই প্রকার, যথা- ১। মারুত চুল্লি (Blast furnace) (লৌহ আকরিকের জন্য) ২। সংশোধিত মারুত চুরি (অলৌহজ আকরিকের জন্য)। পুনর্গলন চুল্লি (Remelting furnace): ব্লাস্ট ফার্নেস এবং অন্যান্য পদ্ধতি হতে প্রাপ্ত ধাতু পুনর্গলনের জন্য যে-সব চুরি ব্যবহার করা হয়, সে-সব চুল্লিকে পুনর্গলন চুল্লি (Remelting furnaces) বলে। পুনর্গলন চুল্লির প্রকারভেদ: ১। ঢালাইলোহার জন্য (For cast iron)
(i) কিউপোলা চুল্লি (Cupola furnace) (ii)এয়ার চুল্লি বা পরাবর্তক চুল্লি (Reverberatory furnace) (iii) রোটারি চুল্লি (Rotary furnace) (iv) বৈদ্যুতিক আর্ক চুল্লি (Electric arc furnace)
২। পেটা লোহার জন্য (For wrought iron): (i)পাডলিং বা রিভারবারেটরি চুল্লি
(ii)এ স্টোন বা বায়ার পদ্ধতিতে কিউপোলা ও কনভার্টার চুল্লি
৩। ইস্পাতের জন্য (For steel):
(৪) ওপেন হার্থ চুরি
(a) অ্যাসিড ওপেন হার্থ
(b) বেসিক ওপেন হার্থ
(ii) ইলেকট্রিক চুল্লি
(৫) প্রত্যক্ষ আর্ক চুল্লি
(b) পরোক্ষ আর্ক চুল্লি
(c) আবেশিত ইলেকট্রিক চুল্লি
(iii) কনভার্টার
(a) বটম ব্লোন বা বেসিমার কনভার্টার
(৮) সাইড ক্লোন বা ট্রোপেনাস কনভার্টার
(iv) ক্রুসিবল চুল্লি
৪। অলৌহজ ধাতুর জন্য (For non-ferrous)
(১) তুসিবল চুল্লি
(a) পিট টাইপ কোক ফায়ার্ড ক্রুসিবল (b) টিপ্টিং টাইপ গ্যাস বা তেল ফায়ার্ড
(c) স্টেশনারি টাইপ ক্রুসিবল
(ii) পট চুল্লি
(iii) এয়ার বা রিভারবারেটরি চুল্লি
(iv) রোটারি চুল্লি।