ব্যাখ্যা। সিরিজ রেজোন্যান্সের ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্সের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য সাপ্লাই ভোল্টেজের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়। রেজোন্যান্সের কারণে সৃষ্ট ভোল্টেজ বিবর্ধনকে সিরিজ রেজোন্যান্ট সার্কিটের Q-factor বলে।
1806. এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সের সমান হয়, তখন সার্কিটটিকে বলা হয়-
ব্যাখ্যা: সিরিজ রেজোন্যান্ট সার্কিটের বৈশিষ্ট্য: ১। পাওয়ার ফ্যাক্টর unity হতে হবে। ২। ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স রিয়্যাকট্যান্স সমান হবে। ৩ । সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে।
ব্যাখ্যা: পাওয়ার ফ্যাক্টর কম হলে সিস্টেমের- (১) লাইন লস বৃদ্ধি হয়। (ii) পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায়। (iii) প্রাথমিক খরচ বেড়ে যায় এতে করে পার ইউনিট ভস্ট বেশি হয়, ফলে সরবরাহকারীর ক্ষতি হয়।
1817. A resistor of 3 kiloohm, a 0.05 microfarad capacitor, and a 120 mH coil are in series across a 5 kHz, 20V ac source. What is the impedance, expressed in polar form?