Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
7861. The opposite word of 'violence' is-
Hints: Violence (সহিংসতা)-এর antonym হলো harmony (মিল)। Disconl- রূপড়া,sympathy- সহানুভূতি, conflict- সংঘাত।
discord
harmony
sympathy
conflict
7862. The synonym of 'frustrate' is-
Hints: Frustrate (বার্থ করা)-এর সমার্থক শব্দ thwart (ব্যর্থ করা)। Improve-উন্নতি সাধন করা, remote-দূর করা, eradicate সমূলে উৎপাটন করা।
improve
thwart
remove
eradicate
7863. Fill in the gap with appropriate word : I hoped he - arrived safely.
কোনো কিছু হয়ে থাকবে বোঝাতে বা আশা ব্যক্ত করতে বাক্যটি past perfect tense-এ হবে কেননা hoped, past tense-এ আছে। সুতরাং শূন্যস্থানে had বসবে।
has
had
is
would have
7864. The antonym of 'diligent' is
Hints: Diligent (পরিশ্রমী)-এর বিপরীতার্থক শব্দ indolent (অলস)। Cheap-সন্তা, simply-পুরোপুরি, garrulous-বাচাল।
cheap
simply
indolent
garrulous
7865. The synonym of 'active' is-
Hints: Active (সত্রিনা বা কর্মপরায়ণ)-এর synonym হলো busy (কর্মব্যস্ত)। Mature পরিপক্ক, passive- নিষ্ক্রিয়, averse- বিমুখ।
passive
mature
busy
averse
7866. What is the synonym of 'look'?
Hints: Look (দৃষ্টি)-এর সমার্থক শব্দ glimpse (ক্ষণিক দৃষ্টি)। Gaze-স্থির দৃষ্টি, glean- ফসল কুড়ানো, gloss- শব্দের টীকা।
gaze
glean
glass
glimpse
7867. The plural form of 'radius' is-.
Radius (ব্যাসার্ধ)-এর plural form হলো radiuses বা radii।
radic
radi
radiusis
radiuses
7868. . Which one is singular number?
Option গুলোর মধ্যে singular number হলো glass যার plural number glasses অন্যদিকে option-এর বাকি শব্দগুলো plural যাদের singular form যথাক্রমে datum, medium এবং criterion।
data
media
glass
7869. The antonym of the word 'liberty' is-
Hints: 'Liberty' শব্দের অর্থ স্বাধীনতা, বন্দিদশা, দাসত্ব, বৈদেশিক শাসন বা নিপীড়ন থেকে মুক্তি; এর বিপরীত শব্দ bondage, যার অর্থ বন্দিদশা, দাসত্বে আবদ্ধ। অন্যদিকে liberal এবং independent শব্দের অর্থ স্বাধীন আর frondom শব্দের অর্থ স্বাধীনতা।
liberal
independent
bondage
freedom
7870. Which of the following is not the synonym of 'friendly?
Hints: Amicable (বন্ধুত্বপূর্ণ), intimate এবং close (ঘনিষ্ঠ) friendly (বন্ধুত্বপূর্ণ)-এর সমার্থক। Hostile (শত্রুভাবাপন্ন বা কৈরী), যা friendly-এর বিপরীতার্থক শব্দ।
amicable
intimate
hostile
close
7871. The antonym of 'fatal' is
Hints: Fatal (প্রাণনাশক বা মারাত্মক)-এর বিপরীতার্থক শব্দ constructive (গঠনমূলক)। Calamitous বিপন্নময়, deadly- মারাত্মক, disgusting-বিরক্তিকর।
Constructive
Calamitous
Disgusting
Deadly
7872. Find out the correct synonym of 'tenuous'
Hints: Tenuous (ক্ষীণ, সরু, পাতলা)-এর synonym হলো thin। তাছাড়া vatal অর্থ অপরিহার্য,চরম; বিশেষ প্রয়োজনীয়, careful অর্থ মনোযোগী; সাবধানী আর dangerous অর্থ বিপজ্জনক।
vital
thin
careful
dangerous
7873. 'Alumni' is the plural form of-
Alumni হলো alumnus-এর plural form Alumnus অর্থ স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
Alumnus
Alummous
Aluminus
Aluminise
7874. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
Hints: Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি) সচেতন থাকে না। চেতনাহীন শব্দটির ইংরেজি Inconscious
অবচেতন
চেতনাহীন
চেতনা
অর্ধচেতন
7875. Which of the following words is not related to crying?
Hints: Cry আর্তনাদ করা, lament- শোক করা, scream- আর্তনাদ করা। Stink দুর্গন্ধ ছড়ানো, যা সে। শব্দের সাথে অসংগতিপূর্ণ।
screaming
lamenting
weeping
stinking
7876. BROCHURE means-
Hints: Brochure (কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সংবলিত পুস্তিকা) অর্থ Pmphlet
Opening
Pamphlet
Bureau
Censor
7877. What is the antonym of 'famous'?
Hints: Famous (বিখ্যাত, সুবিদিত, চমৎকার)-এর বিপরীত শব্দ হলো obscure যার অর্থ সুপরিচিত নয় এমন; অখ্যাত। অন্যদিকে extra ordinary অর্থ চমৎকার, frugal অর্থ মিতব্যয়ী আর careful অর্থ মনোযোগী সাবধানী।
obscure
extra ordinary
frugal
careful
7878. Find the synonym of the word 'dwindle'.
Hints: Dwindle (হ্রাস পাওয়া)-এর সমার্থক শব্দ drop। Ascend-আরোহণ করা, develop-উন্নতি করা, grow জন্মানো।
develop
ascend
grow
drop
7879. What is the antonym of 'malignant?
Hints: Malignant (অপকারী; ক্ষতিকর) শব্দের বিপরীত শব্দ হলো Benign (সদয়; বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন)। আর option-এর বাকি তিনটি শব্দ malignant-এর সমার্থক।
Worse
Harmful
Vindictive
Benign
7880. Which of the following sentences is in past indefinite tense?
Past indefinite tense-এর structure হলো sub + verb এর past form + extension। সুতরাং প্রদত্ত option গুলোতে past indefinite যুক্ত বাক্য হলো Shohail had a car .
Raihan was sleeping.
It was raining.
It has been raining.
Shohail had a car.