Hints: আলাদা শব্দটি হলো jubilation যার অর্থ বিজয়ানন্দ। অন্যদিকে petulance অর্থ কার্যালয়ের জুনিয়র যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর, fury অর্থ প্রচণ্ড উত্তেজনা, discontent অর্থ অসন্তোষ বা অতৃপ্তি এবং glum অর্থ মনমরা, বিষণ্ণ।
Hints: Option-গুলোতে odd word হলো chide (নিন্দা করা, তিরস্কার করা)। অন্যান্য ( word commend, eulogize, laud অর্থ প্রশংসা করা, যেগুলো chile-এর বিপরীত শব্দ।
Universal truth (চিরন্তন সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম) বোঝাতে present indefinite tense এবং Subject যদি 3rd person singular number হয় তাহলে verb এর শেষে s/es যুক্ত হয়।
Hints: Cordial (আন্তরিক, উষ্ণ, সহৃদয়) এর সমার্থক শব্দ হলো friendly (সহৃদয়, বন্ধুত্বপূর্ণ)।Smoth অর্থ মসৃণ, Sophisticated অর্থ উন্নত এবং জটিল, reserved অর্থ সংরক্ষিত।
Hints: Lu-na-tic (লুনাটিক) শব্দটির বাংলা অর্থ পাগলাটে, মানসিক রোগী। Lunatic শব্দটির সমার্থক শব্দ mad। তাছাড়া lazy অর্থ অলস, hypnotized অর্থ সম্মোহিত। আর wise অর্থ জ্ঞানী।
Hints: Choir (বিশেষত গির্জায় ঐকতানবদ্ধ ধর্মসঙ্গীত নেতৃত্বদানকারী গায়কবৃন্দ) শব্দটি অন্যান্য word থেকে আলাদা কারণ অন্যগুলো কোনো সমস্যা এবং সমস্যা সমাধানে গঠিত দল।