8101. What would be the best antonym of "hibernate"?
Hints: Hibernate অর্থ- নিষ্ক্রিয় অবস্থায় থাকা বা অলসভাবে সময় কাটানো। Oplan গুলোর মধ্যে dormancy অর্থ সুপ্তাবস্থা, স্থগিত অবস্থা; liveliness-কর্মতৎপরতা, সক্রিয়তা, sluggishness অলসতা, জড়তা এবং democracy অর্থ-গণতন্ত্র। সুতরাং hibernate এর antonym হচ্ছে liveliness
Hints: Gullible- অর্থ বিশ্বাসপ্রবণ। foolish- বোকা, Willing to believe anything or anyone- যে কোনো কিছু বা যে কাউকে বিশ্বাস করতে ইচ্ছুক, Simple- সাধারণ এবং easily deceived- অনায়াসে প্রতারিত।
Hints: Permissive-এর অর্থ অনুমোদনকারী, humble অর্থ সরল, law-abiding-এর অর্থ আইন মান্যকারী, liberal এর অর্থ স্বাধীনচেতা, submissive-এর অর্থ দাখিলযোগ্য। সুতরাং Permissive-এর সমার্থক liberal।
8107. Complete the sentence: Rahim has been working-.
নির্দিষ্ট সময়ের পূর্বে since আর ব্যাপক সময়ের পূর্বে for বসে। Morning যেহেতু নির্দিষ্ট সময় সুতরাং এর পূর্বে since বসবে। Since morning বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ সকাল থেকে রহিম কাজ করছে।
Hints: Venerate - অর্থ শ্রদ্ধা করা, করা; abuse গালি দেয়া; respect venerate-এর অর্থ হচ্ছে respect। সম্মান করা। Option গুলোর মধ্যে defame নিন্দা সম্মান করা এবং accuse- দোষারোপ করা।
8110. The nosed word mbahaka city has increased exponentially. Here the underlined word means-
Hints: Exponentially শব্দের অর্থ (গতি বা বৃদ্ধির ক্ষেত্রে) দ্রুত। Option গুলোর মধ্যে amazingly অর্থ বিশ্বয়করভাবে; steadily স্থিরভাবে; shockingly- জঘন্যভাবে, শ্রীতিজনকভাবে এবং rapidly- দ্রুতভাবে। সুতরাং exponentially শব্দের অর্থ rapidly।
8112. Societies living in the periphery are always ignored. Here the underlined word means
Hints: Periphery অর্থ- চৌহদ্দি বা শেষ সীমানা। Option গুলোর মধ্যে offshore areas- সমুদ্রতীর হতে দূরবর্তী এলাকা; marginal arnas - প্রান্তিক/শেষ সীমা; backurrd regions- অনুন্নত এলাকা। সুতরাং অর্থগত দিক থেকে periphery শব্দের অর্থ হচ্ছে marginal areas।
যেসব verb-এর অন্তর্গত vowel পরিবর্তন করে past form এবং অন্তর্গত vowel পরিবর্তন করে অথবা n, en, ne যোগ করে past participle গঠিত হয়, তাদেরকে strong verb বলে। সুতরাং option গুলোর মধ্যে strong verbটি হলো run। কারণ run থেকে run-এ রূপান্তর ঘটেছে।
একটি কাজ চলার সময় যে কাজটি চলছিল সেটি Past continuous tense বা while + verb + ing যুক্ত হয়। সুতরাং শূন্যস্থানে while cleaning বসবে। while cleaning যোগে বাক্যটির বাংলা: মেঝে পরিষ্কারের সময় সে একটি স্বর্ণমুদ্রা পেল।
8116. Pick the word that is synonymous with 'authoritarian'.
Hints: Authoritarian অর্থাৎ কঠোর শাসক, autocratic-এর অর্থ স্বৈরাচারী, স্বৈরশাসক, senior-এর অর্থ ঊর্ধ্বতন, elderly-এর অর্থ বয়োজ্যেষ্ঠ, potential-এর অর্থ রক্ষণশীল।
Past indefinite tense-এর structure হলো sub + verb-এর past form + extension, সুতরাং past indefinite tense যুক্ত বাক্য হলো Salam had a house। কারণ have verbটির past form হলো had।