Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8161. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বিশ্ব শান্তি পরিষদ 'জুলিও কুরি' পদক প্রদান করেন-
১০ মে, ১৯৭২
২০ মে, ১৯৭২
২৩ মে, ১৯৭৩
১৩ মে, ১৯৭৩
8162. 'তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো।' উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
রক্তাক্ত প্রান্তর
অসমাপ্ত আত্মজীবনী
কারাগারের রোজনামচা
দৌলত কাজী
8163. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
১৭ মার্চ
৩০ মার্চ
২৬ মার্চ
১৮ মার্চ
8164. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
টঙ্গীবাড়ি
কোটালীপাড়া
টঙ্গী
টুঙ্গীপাড়া
8165. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?
মিল্লাত
দৈনিক আজাদ
ইত্তেহাদ
ইত্তেফাক
8166. আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।'- এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
শেখ নাসেরকে
শেখ হাসিনাকে
শেখ কামালকে
শেখ রেহেনাকে
8167. ৪৩. মুজিববর্ষের সময়কাল কত?
১৭ মার্চ, ২০২০-২৬ মার্চ, ২০২১
১৭ মার্চ, ২০২০-১৬ ডিসেম্বর, ২০২১
১৭ মার্চ, ২০২০-৩১ মার্চ, ২০২২
১৭ মার্চ, ২০২০-২৬ মার্চ, ২০২২
8168. 'অসমাপ্ত আত্মজীবনী'-তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?
পাকিস্তান আমলের সরকারি অফিস
একটি জেলার নাম
ইংরেজ আমলের জেলখানা
একটি সাগরের নাম
8169. According to the conditions of my scholarship, after finishing my degree -.
কোনো clause-এর পূর্বে Preposition + V. ing + object থাকলে কিংবা V.ing + object যুক্ত Phrase থাকলে কমার পর মূল clause-এর Subject হিসেবে কেবল ঐ নির্দিষ্ট ব্যক্তিসত্তাকেই ব্যবহার করতে হবে। Finishing-এর পরে my থাকায় I কে Subject হিসেবে নিতে হবে। তবে of-এর পরিবর্তে by ব্যবহৃত হবে।
my education will be employed by the University
employment will be given to me by the University
the University will employ me
I will be employed of the University
8170. Which one of the following is the -ing form of the verb 'singe'?
সাধারণ কোনো verb-এর শেষে e থাকলে ing যুক্ত করতে তুলে দিতে হয়। কিন্তু singe (হালকাভাবে পোড়ানো) verbটির সাথে ing যুক্ত করতে e letter টি অবিকৃত থাকবে। সুতরাং word টি সঠিক ing form হলো singeing |
singing
singeing
singging
singeiing
8171. What is the past participle of the word 'do'?
Do (করা)-এর past form did আর past participle form হলো done। সুতরাং do-এর past participle হলো done ।
did
done
undone
undo
8172. 'আমার দেখা নয়াচীন' কোন ধরনের গ্রন্থ?
অর্থনীতি ভিত্তিক
গল্পগ্রন্থ
ভ্রমণ কাহিনী
উপরের কোনটিই নয়
8173. I have - my supper.
Present perfect tense গঠনের ক্ষেত্রে have verb-এর পর verb লাগবে। সুতরাং শূন্যস্থানে have verb-এর pp 'had' বসবে।
has
will have
had
having
8174. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন?
বাংলা
দর্শন
আইন
ইংরেজি
8175. The path ... paved, so we were able to walk through the path.
অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংঘটিত কাজটি হবে Past Perfect Tense আর পরেরটি হবে Past Indefinite Tense |
was
had been
has been
being
8176. মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়-
২৩ জানুয়ারি, ২০২০
১৭ মার্চ, ২০২০
১০ জানুয়ারি, ২০২০
৬ জুলাই, ২০১৮
8177. 'কারাগারের রোজনামচা' গ্রন্থটির প্রকাশক ?
বাংলা একাডেমি
বাংলাদেশ আওয়ামী লীগ
কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ
শেখ মুজিবুর রহমান
8178. They - here since 1999.
Since + নির্দিষ্ট সময় যুক্ত বাক্যটি present perfect continuous tense এ হবে। Present perfect tense যুক্ত বাক্যটির structure : sub + have/has + been + verb + ing / সুতরাং সঠিক expression হলো have been living |
have live
have living
have been lived
have been living
8179. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?
১৭ মার্চ, ২০২০
১৭ মার্চ, ২০১৯
১৭ মার্চ, ২০২১
১৭ মার্চ, ২০২২
8180. 'অসমাপ্ত আত্মজীবনী' এর রচনাকাল...
১৯৫৪-১৯৫৭
১৯৫০-১৯৫২
১৯৬৪-১৯৬৬
১৯৬৬-১৯৬৯