Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

English MCQ
401. If you clap your hands, the crow-- on the tree branch, will fly.
Hints: If clause-টি present tense এবং result clause টি future tense- এ থাকায় প্রকৌশল অনুষদ) ২০১৯-২০ বাক্যে relative clause বা present participle যুক্ত অংশ লাগবে। সুতরাং option-গুলোর present participle যুক্ত অংশ sitting বসবে। Sitting বসিয়ে বাক্যটির বাংলা: যদি তুমি হাত তালি দাও তাহলে গাছের শাখায় বসা কাকটি উড়ে যাবে।
is sitting
sitting
sat
be sitting
402. He insisted-there.
Hints: Insist on one's doing something অর্থ কাউকে কোনো কিছু করতে পীড়াপীড়ি করা। সুতরাং বাক্যটির জন্য সঠিক expression হলো on my going
on my going
is to go
over going
to go
403. The royal palace is known-housed more than 1000 residents at one time.
to house
to be
to
for
404. I don't feel like--
Hints: Feel like + verb + ing হলো সঠিক ধারা যার অর্থ-কোনো কিছু করতে ইচ্ছুক হওয়া। আর talk to somebody অর্থ-কারো সাথে কথা বলা। সুতরাং শূন্যস্থানে talking to you হবে।
talk to you
talk at you
talking at you
talking to you
405. My uncle arrived while I-the dinner.
Hints: While-এর পরের clause টি past continuous tense- এ হয়। Was cooking যোগে বাক্যটির অর্থ-রাতের খাবার রান্নার সময় আমার চাচা আসল।
would cook
has cooked
cook
was cooking
406. When I went back to my home town three years ago, I found that a lot of changes-
had taken place
are taken place
have taken place
were taken place
407. The students have submitted the report today, which they- to bring yesterday.
was supposed
were suppose
were supposed
none of these
408. I stood at close to her that I could not help - what he said to you.
overheard
over hear
to overheard
overhearing
409. No sooner had they gone outside than it-raining.
Hints: No sooner-এর পরের clause টি past perfect tense-এ হওয়ায় than পরবর্তী প্রকৌশল অনুষদ) ২০১৯-২০ clauselt past indefinite tense-এ হবে। সুতরাং সঠিক verb form টি হলো started। উত্তর: গ
is started
has started
started
had started
411. Select the right form of the underlined verb: It was many years since they( first meet.)
First meet
have first met
had first met
first meeting
412. The door-automatically. The right form of the verb to fill in the gap is-
Hints: দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। ইংরেজিতে কিছু verb (open) আছে। যা নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে ঘটে। ঘটার জন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। এ ধরনের verb এর কোনো passive form হয় না।
opened
was opened
has been opened
had been opened
413. But for your help, I (fail) in the examination. Which verb is correct?
Hints: But for একটি idiom যার অর্থ ছাড়া বা ব্যতীত। Without অর্থও ছাড়া বা ব্যতীত। তবে But for হলো past indicator। অর্থাৎ এটি অতীতকালীন অবস্থা বুঝায়। তাই এর পরে past tense বসে। But for your help, I would have failed in the Examination- তোমার সাহায্য না থাকলে (ছাড়া) আমি পরীক্ষায় ফেল করতাম।
would have failed
would fail
would be failed
would failed
414. The influence of diverse branches of science--
have captured widespread attention.
has captured widespread attention.
have had captured widespread attention.
has had captured widespread attention.
415. Fill in the gap: 'It is you who --to blame'.
Hints: Who এর পূর্বের noun বা pronoun অনুযায়ী who এর পরের verb বসে। You যেহেতু second person সেহেতু were হলো সঠিক verb। You এরপর have ব্যবহার করলে বাক্যের অর্থ ঠিক থাকে না।
Was
has
have
were
417. The judge-him to seven years imprisonment for armed robbery.
sentenced
Ordered
charged
put
420. He talks as if he-- everything.
Hints: As if (যেন)-এর পূর্বে present tense থাকলে as if-এর পর verb-এর past form ইউনিট (বিশাল) ২০১৮-১৯ হয়। সুতরাং শূন্যস্থানে knew বসবে। Knew বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে।
knew
has known
had known
will know