Hints: 'King Lear' is a Tragedy' এটি William Shakespeare-এর সর্বোত্তম Tragedy- গুলোর অন্যতম। এছাড়াও 'Macbeth', 'Hamlet' সর্বোত্তম tragedy, "Twelfth Night', 'As You Like It', 'Comedy of errors', 'A Midsummer Night's Dreams' ইত্যাদি তাঁর বিখ্যাত comedy (খ) অন্যদিকে Tragi-comedy হচ্ছে Tragedy এবং comedy-এর মিশ্রণ। 'Fars' আর এক ধরনের সাহিত্যকর্ম যেখানে কোনো সামাজিক অসঙ্গতিকে বিদ্রূপ করা হয়।
Hints: 'Kim' উপন্যাসটি রচনা করেছেন Kipling। অন্যদিকে Forster-এর বিখ্যাত উপন্যাস হচ্ছে 'A Passage to India', 'A boys well Conrad লিখেছেন 'Heart of Darkness' এবং Thomas Hardy-এর একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে "Tess of the D'Urbervilles'
Hints: Option-গুলোর মধ্যে Turkish ঔপন্যাসিক হলেন Orhan Panuk। তিনি ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অন্যদিকে W.B. Yeats Irish এবং British সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। Alfred Tennyson British poet আর Robert Frost হলেন আমেরিকার শ্রেষ্ঠ ও জনপ্রিয় কবি।
Hints: প্রশ্নে প্রদত্ত option গুলোর মধ্যে Francis Bacon একমাত্র essayist। Francis Bacon কে father of English essay বলা হয়। J. S. Mill- একজন English Philosopher, political economist, feminist (নারীবাদী) এবং সরকারি চাকুরিজীবী, Charles Dickens একজন British Novelist যার বিখ্যাত Novel David Coperfield, W. H. Newman ছিলেন একজন বিখ্যাত Jeweller, Silver smith এবং Business man।
91. Which one of the following is about sin and punishment?
Hints: The Ancient Mariner হলো S.T. Coleridge রচিত Lyrical Ballad-এর অন্তর্ভুক্ত Rime of the Ancient Mariner কবিতার প্রধান চরিত্র। এটি 1797 সালে প্রকাশিত হয়। এই কবিতায় sin and punishment তথা পাপ ও তার শাস্তির বিষয়টি The Ancient Mariner-এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
92. The poet William Blake has compared the schoolboy to-
Hints: কবি William Blake schoolboy কে a caged bird (খাঁচায় বন্দি পাখি)-এর সাথে তুলনা করেছেন। কারণ বালকটি স্কুলের নিয়মকানুন পছন্দ করে না। সে বাইরে খেলতে পছন্দ করে এবং আবহাওয়া উপভোগ করতে চায়। সে স্কুলকে বন্দি খাঁচা হিসেবে গণ্য করে।
Hints: A Tale of Two Cities' ইংরেজি ঔপন্যাসিক Charles Dickens এর একটি বিখ্যাত উপন্যাস। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে- 'David Coperfield', 'Grent Expectations' ইত্যাদি। এ উপন্যাসের মূল উপজীব্য লন্ডন ও প্যারিস শহরের কাহিনি।
Hints: প্রাচীন গ্রিক ধর্মে Orpheus ছিলেন legendary musician এবং poet। Orpheus- এর পিতামাতা ছিলেন Apollo এবং Muse Calliope। Orpheuse-এর music-এর নৈপূণ্য অনেকেই মুদ্ধ করত এবং এর জন্য তিনি খ্যাতিও অর্জন করেন।
Hints: Ben Jonson-এর লেখা comedyগুলো Comedy of Humours নামে পরিচিত। Comedy of Humours হচ্ছে Medical theory-এর সাথে related। তার লেখা Comedy of Humours গুলোর মধ্যে 'Volpone', "The Silent Women' এবং 'The Alchemist' উল্লেখযোগ্য।
Hints: P. B. Shelley, S. T. Coleridge, John Keats এই তিনজনই Romantic poet. কিন্তু T.S. Eliot Romantic poet নন। T.S. Eliot মূলত একজন Modern poet. তিনি twentith century'র একজন অন্যতম প্রসিদ্ধ লেখক ছিলেন। T.S. Eliot 1948 সালে সাহিত্যে Nobel Prize পান।