ব্যাখ্যা: pH-স্কেল পরিমাণ করা হয় 0-14 পর্যন্ত। এখানে, থেকে 7 পর্যন্ত অ্যাসিডিক এবং 7 থেকে 14 পর্যন্ত ক্ষারকীয়। pH-এর মান 7 হতে যত কম হবে তরলের অ্যাসিডিটি তত বেশি হবে।
151. বাংলাদেশে গৃহস্থালি কাজে মাথাপিছু পানির পরিমাণ ধরা হয়-
ব্যাখ্যা: (i) ঘর গৃহস্থলির ব্যবহার ১৩৫ লিটার/ মাথাপিছু
(ii) শিল্পে ব্যবহার ৫০ লিটার / মাথাপিছু
(iii) জনসাধারণের ব্যবহার ১০ লিটার / মাথাপিছু
(iv) ব্যবসা বাণিজ্যে ২০ লিটার/মাথাপিছু।
ব্যাখ্যা: Surge tank সাধারণত ব্যবহৃত হয় জলবিদ্যুৎ ১২ ক প্ল্যান্টে জল সরবরাহ ব্যবস্থায় চাপ নিউট্রাল করার ১৩ গ জন্য। এটি পাইপের উচ্চ অভ্যন্তরীণ চাপ থেকে ১৪ জলবাহী সিস্টেমকে রক্ষা করে, এমনকি চাপ ড্রপ ১৫ অবস্থায় চাপ বাড়াতে এটি জল সঞ্চয় করে থাকে।