167. কোনটি নিউট্রাল রিফ্যাক্টরি?
ব্যাখ্যা: অ্যাসিড রিফ্যাক্টরি: যে সকল রিফ্র্যাক্টরিতে সিলিকার উপাদান বেশি থাকে, সেগুলোকে অ্যাসিড রিফ্ল্যাক্টরি বলে। যেমন-সিলিকা, ফায়ার ক্লে ।
বেসিক রিফ্ল্যাক্টরি:যে সকল রিফ্যাক্টরিতে মেটাল অক্সাইড জাতীয় অ্যাসিড থিফ্র্যাক্টরির বিপরীতধর্মী পদার্থ বিদ্যমান থাকে তাকে বেসিক রিফ্র্যাক্টরি বলে। যেমন- ম্যাগনেশিয়াম, ডলোমাইট, চুল ইত্যাদি।
নিউট্রাল রিফ্যাক্টরি : যে সকল রিফ্যাক্টরিতে অ্যাসিড বা বেসিক জাতীয় কোনো বিক্রিয়া নেই, তাকে নিউটাল বিফ্যাক্টরি বলে। যেমন- গ্রাফাইট, ক্রোমিয়াম ইত্যাদি।