ব্যাখ্যা: নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্য বহন, ইটের জোড়ায় মসলা রাখা ও সংযুক্তিতে সহায়তা করা, ধরার সুবিধা দান করা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ইটে সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন রাখা হয়।
ব্যাখ্যা: সিলিকার জন্য ইট শক্ত, দীর্ঘস্থায়ী ও তাপ প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন হয়। অন্যদিকে, পোড়ানোর সময় সংকোচন ও প্রসারণ প্রতিহত করে। কিন্তু সিলিকার পরিমাণ মাত্রাতিক্ত হলে ইট দুর্বল ও ভঙ্গুর হয়।