ব্যাখ্যা: পেইন্টের শুষ্কীকরণ উপাদান-
(i) তিসির তেলে দ্রবণীয় শুদ্ধীকর
(ii) পেস্ট শুষ্কীকর ও
(iii) তরল শুদ্ধীকর।
তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লেড মনোক্সাইড। এ ছাড়াও লেড অ্যাসিটেড, ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড, জিংক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট ইত্যাদি শুষ্কীকরণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: আমাদের দেশে তিসির তেল পেইন্টের বাহন হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়াও বাদাম তেল, গর্জন তেল, কাস্টার তেল, সয়াবিন তেল, কটনসিড তেল, মাছের তেল ইত্যাদি পেইন্টের বাহন হিসাবে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা:
জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার (Standing
timber) বলে।
কাটা গাছকে রাফ টিম্বার (Rough timber) বলে।
• টিম্বারকে নির্দিষ্ট অংশে খণ্ড করা বাকল ছড়ানো অংশকে লগ টিম্বার বলে।
• লগকে বিভিন্ন আকৃতিতে চেরাই করা কাঠকে
কনভার্ট টিম্বার বলে।