26430. নিচের কোনটি খনিজ পদার্থ? [BGFCL-21]
ব্যাখ্যা: গ্রানাইট কোনো খনিজ পদার্থ নয়, কারণ এটিকে একটি নির্দিষ্ট রাসায়নিক সংকেতে প্রকাশ করা যায় না। এটি অনেকগুলো পদার্থের সমন্বয়ে গঠিত। ডায়ানাইটকে কোনো নির্দিষ্ট সংকেতে লেখা যায় না। এটির কোনো নির্দিষ্ট স্ফটিক কাঠামো নেই। কোয়াটার্জ হচ্ছে একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অজৈব কঠিন পদার্থ। এর নির্দিষ্ট গঠন ও সংকেত আছে এবং নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে। সুতরাং, এটি একটি খনিজ পদার্থ।