Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
20902. The maximum quantity of aggregate per 50kg of cement should not exceed-
100kg
350kg
200kg
450kg
20904. ২৩। সিমেন্ট মশলায় ইট ব্যবহারের পূর্বে ইটকে পরিষ্কার পানিতে কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। [BGFCL-21]
ব্যাখ্যা: গাঁথুনির কাজ শুরু করার পূর্বে ইটগুলোকে অন্তত ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভালো হয়। ফাটল ধরার সম্ভাবনা কম থাকে। এ ছাড়া ভালোভাবে না ভিজলে প্লাস্টার ভালোভাবে করা যায় না।
২ ঘণ্টা
১২ ঘণ্টা
৪ ঘণ্টা
৮.ঘণ্টা
কোনোটিই নয়
20905. Proper curing of cement concrete, is good for its-
volume stability
strength
wear resistance
all of these
20908. বিল্ডিং স্টোন-এর সর্বোচ্চ পানি শোষণ মাত্রা............ [BGFCL-21]
ব্যাখ্যা: বিল্ডিং স্টোন ৫% এর অধিক পানি শোষণ ক্ষমতা থাকা উচিত নয়। যদি কোনো ক্ষেত্রে কোনো স্টোনের পানি শোষণ ক্ষমতা ১০% হয়, তবে তা গ্রহণযোগ্য নয়। ক্ষেত্রবিশেষ পানি শোষণ ক্ষমতা ৩% এর অধিক গ্রহণযোগ্য নয়।
৫%
১০%
১৫%
২০%
কোনোটিই নয়
20912. কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম----[BGFCL-21]
ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড সাধারণত চুন বা কুইক লাইম নামে পরিচিত। এটি নির্মাণসামগ্রী যেমন- সিমেন্টের সাথে মিশ্রিত করলে কোনোরূপ বিক্রিয়া করে না, এজন্য একে ফ্রি লাইমও বলা হয়।
কার্বনেট
বাই কার্বনেট
কোনোটিই নয়
অক্সাইড
ক্লোরাইড
20915. If the slump of concrete mix is 70mm, its workability is considered to be-
very low
low
medium
high
20916. নিচের কোনটি খনিজ পদার্থ? [BGFCL-21]
ব্যাখ্যা: গ্রানাইট কোনো খনিজ পদার্থ নয়, কারণ এটিকে একটি নির্দিষ্ট রাসায়নিক সংকেতে প্রকাশ করা যায় না। এটি অনেকগুলো পদার্থের সমন্বয়ে গঠিত। ডায়ানাইটকে কোনো নির্দিষ্ট সংকেতে লেখা যায় না। এটির কোনো নির্দিষ্ট স্ফটিক কাঠামো নেই। কোয়াটার্জ হচ্ছে একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অজৈব কঠিন পদার্থ। এর নির্দিষ্ট গঠন ও সংকেত আছে এবং নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে। সুতরাং, এটি একটি খনিজ পদার্থ।
গ্রানাইট
কোয়ার্টাজ
ডায়ানাইট সবকয়টি
কোনোটিই নয়
20918. সমুদ্র এলাকায় নির্মাণকাজে কোন সিমেন্ট ব্যবহৃত হয়?[DMLC-21]
ব্যাখ্যা: সিমেন্টের নাম--সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার-পেভমেন্ট-এর কংক্রিটের কাজে। সিমেন্টের নাম -কালার্ড সিমেন্ট ব্যবহার- সুইমিং পুল নির্মাণে। সিমেন্টের নাম -হাই অ্যালুমিনা সিমেন্ট ব্যবহার- কম পুরুত্বের মেঝে নির্মাণে। সিমেন্টের নাম -ক্লে সিমেন্ট ব্যবহার-সামুদ্রিক নির্মাণকাজে।
Portland cement
Clay cement
Colour cement
Aluminous cement
20920. নিচের কোন বস্তুটির অগ্নি প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি? [BGFCL-21]
মার্বেল
লাইম স্টোন
কোনোটিই নয়
গ্রানাইট।
কম্প্যাক্ট স্যান্ড স্টোন