যে ব্যক্তি নিয়মনীতির বাইরে গিয়ে চলে, তাকে bohemian বলে, যার বাংলা অর্থ ভবঘুরে। Option (গ)-এর অর্থ রীতিবিরুদ্ধ ব্যক্তি। Option (ঘ)-এর অর্থ নিয়ম মেনে চলা ব্যক্তি। এটি bohemian-এর antonym, Option (ঘ) সঠিক উত্তর।
'ক্রীতদাসের হাসি' কথা সাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। উপন্যাসটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়। তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে উপন্যাসটি রচিত হয়।