Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1421. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়। চিনি এবং সালফিউরিক অ্যাসিড উভয় পানিতে দ্রবণীয়। পক্ষান্তরে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর মার্বেল পাথর ও অন্যান্য রূপে বিদ্যমান বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত পানিতে দ্রবীভূত হয়।
গ্লিসারিন
ফিটকিরি
ক্যালসিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
1422. মোবাইল ফোনে ব্যবহৃত SIM এর পূর্ণ অভিব্যক্তি কী?
Subscriber Identity Module
Subscriber Identity Metthod
Subscriber Identification Mechanism
Subscriber Identification Management
1423. বাংলা উপন্যাস সহিত্যে 'মজিদ' চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
লালসালু উপন্যাসের মজিদ একটি প্রতীকী চরিত্র - কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং আত্মবিশ্বাসের প্রতীক। লালসালু উপন্যাসের চরিত্র হলো রহিমা, জমিলা, খালেক ব্যাপারী, আক্কাস, আমেনা ইত্যাদি।
মানিক বন্দ্যোপাধ্যায়
আবু ইসাহক
হুমায়ূন আহমেদ
সৈয়দ ওয়ালীউল্লাহ
1424. নীচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
কিছু পরিচিত অপারেটিং সিস্টেম Android, IOS, Linux, MAC, MS-DOS, Unix, vector Linux, Xenixa, Windows-vista, XP, 7, 8, 10. Mozila একটি Browser. এ রকম আরো কয়েকটি ব্রাউজার হচ্ছে Nexus (www এর পরিবর্তিত রুপ), Nescape Navigator (1994), Internet Explorer
লিনাক্স
ডিস্ক অপারেটিং সিস্টেম
এম. এস. ওয়ার্ড
উইন্ডোজ
1425. ইউরোপীয় 'রুটির ঝুড়ি' কোনটি?
ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ। তাই ইউক্রেনকে 'ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয়।
রাশিয়া
ইউক্রেন
ফ্রান্স
স্পেন
1426. নিম্নের কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ২০১৭-বর্তমান মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
UNESCO (United Nations Educational Scientific and Cutural Organization) ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করে এবং ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হচ্ছে। উল্লেখ্য যে, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১০ সালের ২১ অক্টোবর প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
ECOSOC
UNESCO
UNCTAD
UNICEF
1427. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
MS word Operating system নয়। এখানে MS word হলো এপ্লিকেশন সফটওয়্যার। Windows 98, DOS, LINUX হলো Operating system, অর্থাৎ উত্তর হবে MS word.
DOS
Linux
MS Office
Ufuntu
1428. সিত্রাং ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল কোন দেশ
২০২২ সালের ২৩শে অক্টোবরে গভীর নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছে যায়। তখন থাইল্যান্ডের প্রদত্ত নামানুসারে ভারতীয় আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড়টির নামকরণ করে "সিত্রাং"।
সিঙ্গাপুর
তাইওয়ান
ভিয়েতনাম
থাইল্যান্ড
1429. ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহের প্রদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
EBA (Everything But Arms) সুবিধার আওতাধীন দেশের জন্য ইউরোপের বাজার সহজলভ্য হয়, যা বাণিজ্যিক ক্ষেত্রেও সহায়ক।
বাণিজ্যের ক্ষেত্রে
যুদ্ধের ক্ষেত্রে
শিক্ষার ক্ষেত্রে
পরিবহণের ক্ষেত্রে
1430. বিশ্ব পানি দিবস পালিত হয়?
বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হল জল বা পানির গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি দিন (সর্বদা ২২ মার্চ)। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।
২২ মার্চ
২৩ মার্চ
২২ এপ্রিল
২৫ এপ্রিল
1431. বায়ুমন্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে নেয়-
নদ-নদী
মহাসাগর
গাছপালা
কোনটিই নয়
1432. Choose the correct form of verb in the bracket of the following sentence: The girl (read) the novel since last Saturday.
The girl was reading the novel since last Saturday.
The girl have been reading the novel since last Saturday.
The girl has been reading the novel since last Saturday.
The girl is reading the novel since last Saturday.
1433. নিম্নের কোন দেশটি Horn of Africa তে অবস্থিত?
আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa তে ইথিওপিয়া অবস্থিত। আফ্রিকার শিং (Horn of Africa) আফ্রিকার পূর্বতম অঞ্চল। এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া নিয়ে গঠিত। সোমালিয়া উত্তর-পূর্ব দিকে শিঙের আকারে আরব সাগরে প্রসারিত হয়েছে বলে অঞ্চলটির এরকম নামকরণ হয়েছে।
মরক্কো
সুদান
ইথিওপিয়া
সোমালিয়া
1434. কাঁদুনে গ্যাসের অপর নাম-
টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস এর অন্য নাম (ক্লোরোপিকরিন) কয়েক ধরনের রাসায়নিক যৌগের একীভূত নামকরণ।
ইথেন
মিথেন
নাইট্রোজেন
ক্লোরোপিক্রিন
1435. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
মৃদু পানির প্রধান উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ মৃদু পানি পাওয়া যায়। সাগরের পানিতে সাবান বেশি অপচয় হয়। কারণ সাগরে পানিতে অনেক লবণ দ্রবীভূত অবস্থায় থাকে তাই এটা খর পানি হিসেবে বিবেচিত। নদী ও পুকুরের পানিতে লবণ কম বেশি থাকতে পারে কিন্তু বৃষ্টির পানিতে লবণ থাকেনা বল্লেই চলে। এটা মৃদু পানি হিসেবে বিবেচিত।
সাগর
হ্রদ
বৃষ্টি
নদী
1436. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
কার্বন ডাইঅক্সাইড
অক্সিজেন
নাইট্রোজেন
জলীয় বাষ্প
1437. কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়?
EU
ILO
UNDP
WFP
1438. এসডিজি (SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল?
SDG (Sustainable Development Goal)- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে.
২০২৫
২০৩০
২০৩৫
২০৩৬
1439. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
বান কি মুন
কফি আনান
আন্তোনিও গুতেরেস
বুত্রোস ঘালি