Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1481. প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা হলে 10টি বাল্ব 3 ঘণ্টা জ্বালিয়ে রাখলে কত টাকা বিল পরিশোধ করতে হবে?
প্রতিটি বাল্ব এর ক্ষমতা = ১০০ ওয়াট ধরে, মোট এনার্জি ব্যয়= ১০০×১০×৩ = ৩০০০Wh = ৩ Kwh (Unit) = ৩০০০/১০০০ মোট টাকা = ৩০১০ = ৩০ টাকা
300 টাকা
100 টাকা
30 টাকা
3 টাকা
1482. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা ছিলেন-
৫৩তম সমাবর্তনে নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ প্রফেসর ডা. জেন টেরোল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল'স (হোনোরিস কোওসা) ডিগ্রি প্রদান করা হয়। অধ্যাপক ড. জঁ তিরোল একজন ফরাসি অর্থনীতিবিদ। তিনি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্রীড়া তত্ত্ব, ব্যাংকিং ও অর্থনীতি এবং মনোবিদ্যাগত অর্থনীতি এর উপর কাজ করেছেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক কাজের জন্য তিনি ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
কৈলাশ সত্যার্থী
ড. জ্যাঁতিরোল
কাজিও ইশিগুয়ো
আবদুর রাজ্জাক গুরনাহ
1483. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে। মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা। তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
১ নম্বর
৫ নম্বর
৮ নম্বর
১০ নম্বর
1484. ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রধান সুবিধা কোনটি?
Regenerative Repeater এর মাধ্যমে দূরবর্তী স্থানে যোগাযোগ করা
কম শক্তি খরচ করা
খরচ কম বেশি
পাওয়ার দিয়ে ট্রান্সমিশন করা যায়
1485. কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ স্থির করেছে?
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পাওয়ার পর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করার লক্ষ্য নিয়ে এগোনোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০৪০
২০৪১
২০৩০
২০৫০
1486. The correct passive structure of thesentence. 'Let her sing a song'
A song let her sang be her.
A song let he sung by the.
Let her a song be sung.
Let a song be sung by her.
1487. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। জনপ্রিয় এই গানটির সুরকার আনোয়ার পারভেজ।
গাজী মাজহারুল আনোয়ার
আলতাফ মাহমুদ
আনোয়ার পারভেজ
সমর দাস
1488. যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে তাকে কি বলে?
ডায়োড
ক্লিপার
ট্রান্সডিউসার
অ্যামপ্লিফায়ার
1489. নিচের কোনটির স্পীড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমোরি হল একটি উচ্চ গতির সেমিকন্ডাক্টর কম্পিউটার মেমোরি, যা CPU এর গতি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। ক্যাশ মেমোরি প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির থেকে অনেক বেশি ব্যয়বহুল। এটি CPU এবং প্রাথমিক মেমরির মধ্যে বাফার হিসাবে কাজ করে। এই মেমোরি ডেটা এবং প্রোগ্রামের সেই অংশগুলিকে ধরে রাখতে - ব্যবহৃত হয় যা CPU দ্বারা বেশীরভাগ সময় ব্যবহৃত হয়।
ক্যাশ মেমোরী
মেইন মেমোরী
ভার্চুয়াল মেমোরী
চৌম্বক মেমোরী
1490. কোনটি নিভুল বাক্য?
আদ্যাবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অন্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নত হয়নি
1491. আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?
একুশের গান একটি বাংলা গান যাআমার ভাইয়ের রক্তে রাঙানো হিসেবে সুপরিচিত (প্রথম চরণ দ্বারা)। এই গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন।
আলতাব মাহমুদ
সুবল দাশ
সুজেয় শ্যাম
আলাউদ্দিন আলী
1492. He said to her, 'what a cold day" Select the correct Indirect speech
He told her that what it was a cold day.
He exclaims that it was a cold day.
He exclaims sorrowfully that if was a cold day.
He exclaimed that it was a very cold day.
1493. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?
পাবনা জেলার রূপপুরের এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়ায়। রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ ১৩,০০০ কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।
২০০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
২৪০০ মেগাওয়াট
২৮০০ মেগাওয়াট
1494. Identify the appropriate tag question?
He went to Rangpur last week, does not he
He went in Rangpur last week, don't he?
He went to Rangpur last week, isn't he?
He went to Rangpur last week, didn't he?
1495. 'সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই' কথাগুলি কোন কবির?
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'। বাংলার মধ্যযুগের এক কবি বড়ু চন্ডীদাস উচ্চারণ করেছিলেন মানব-ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবিক বাণী।
রবীন্দ্রনাথ ঠাকুর কবি
চণ্ডীদাস
কাজী নজরুল ইসলাম
কবি জসীম উদ্দীন
1497. Which one of the following is incorrect?
Inform the police of the mater
Who is to bell the cat?
Cut the sentence
He prevented me from going there
1498. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয়?
প্রেসিডেন্ট নির্বাচিত হন চার বছরের - জন্য। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাই মধ্যবর্তী নির্বাচন। মার্কিন সংবিধান ও সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই 'মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার পাশাপাশি জনপ্রিয়তা যাচাইয়েরও অন্যতম মাধ্যম এটি।
দুই বছর
এক বছর
তিন বছর
চার বছর
1499. 'I want to lose eight, yet I eat chocolate thinly, this sentence is a/an-
Simple sentence
Compound sentence
Complex sentence
Optative sentence
1500. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন?
ভারত বিভাজনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন।
রাষ্ট্রবিজ্ঞান
সমাজবিজ্ঞান
আইন
অর্থনীতি