Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
161. ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?
৮৮০ টাকা
৯৪০ টাকা
৯৬০ টাকা
৯৮০ টাকা
162. ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
২১ ফেব্রুয়ারি ১৯৯৯
১৭ নভেম্বর ১৯৯৯
১৯ নভেম্বর ১৯৯৯
২০ নভেম্বর ২০০০
163. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ি অবস্থিত।
কক্সবাজার
নোয়াখালী
কুমিল্লা
ভোলা
164. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
১০
১১
১৭
165. কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3 এর বর্গ হবে?
35
36
37
38
166. ৬*১/৬ মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
২ বছরে
২*১/২ বছরে
৩ বছরে
৪ বছরে
167. 6+12+18+24+ …….. + ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
320
325
340
330
168. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন?
ভারত বিভাজনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন।
রাষ্ট্রবিজ্ঞান
সমাজবিজ্ঞান
আইন
অর্থনীতি
169. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।। কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
শামীম শিকদার
হামিদুর রহমান
মৃণাল হক
কামরুল হাসান
170. যদি x/y=2/3 হয়, তবে 6x + y 3x+2y এর মান কত?
5/4
4/5
14/15
20/13
171. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
১২
১৪
১৫
172. একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক- তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল ৬ বর্গ একক। ভূমির দৈর্ঘ্য কত?
6 একক
৪ একক
10 একক
12 একক
173. A = {a, b, c} এর P(A) তে কতটি উপাদান থাকবে?
৫টি
৬টি
৯টি
৮টি
174. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলামের এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) সিন্ধু-হিন্দাল' কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত- 'দারিদ্র্য' কবিতাটি। কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
সাম্যবাদী
বিষের বাঁশি
সিন্দু হিন্দোল
অগ্নিবীণা
175. ২/৫ এর ৫/৯ এর গ.সা.গু কত?
১/৪৫
২/৪৫
৭/৪৫
৪৫
177. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে। মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা। তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
১ নম্বর
৫ নম্বর
৮ নম্বর
১০ নম্বর
178. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোথায়?
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
179. 5+11+17+ ...... + 65 ধারাটির পদ সংখ্যা কয়টি?
7
9
10
11
180. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র। প্রাচীনযুগে বাংলা নামে কোনো অষন্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন বঙ্গ, পুন্ড্র, গৌডড় হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার সবপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র।
গৌড়
পুণ্ড
সমতট
হরিকেল