ব্যাখ্যা: সিমেন্টের Specific Gravity বলতে নির্দিষ্ট আয়তনের সিমেন্টের সাথে সম আয়তনের পানির আয়তনের অনুপাতকে বুঝায়। পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে তা ৩.১-৩.১৬gm/ex হয়ে থাকে। তবে আদর্শ মান ৩.১৫ ধরা হয়ে থাকে।
30. রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়?
ব্যাখ্যা: রেলওয়েতে কংক্রিট স্লিপারকে আদর্শ স্লিপার ধরা হয়। কারণ কংক্রিট স্লিপার দীর্ঘকাল টিকে থাকে, পোকামাকড়ে আক্রান্ত করতে পারে না এবং এগুলো দাহ্য নয়। এগুলোর তলদেশ সমতল বিধায় স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
ব্যাখ্যা: ACI = American Concrete Institute. AASHO American Association of State Highway Officials. AREA American Railway Engineering Association. BNBC = Bangladesh National Building Code.
ব্যাখ্যা: বিমের যে সেকশনে বা বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান শূন্য অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে বিন্দুতে বেন্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন করে, তাকে ইনফ্লেকশন পয়েন্ট বলে।