Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2521. ক্যামশ্যাফ্টের কাজ কী?
ক্যামশ্যাফ্ট (Camshaft): চার-স্ট্রোক পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের ভাল্ডসমূহকে সঠিক সময়ে খোলা ও বন্ধ রাখার জন্য ক্যামশ্যাফ্ট ব্যবহৃত হয়। এটা ক্র্যাঙ্কশ্যাফটের গিয়ার অথবা চেইনের দ্বারা পরিচালিত হয়।
ভালভ পরিচালনা
পুশরড পরিচালনা
ক্র্যাঙ্কশ্যাফ্ট পরিচালনা
জ্বালানি নিয়ন্ত্রণ
2522. দুটি তলের মধ্যকার লিকপ্রুফ সংযোগ দেয়ার জন্য কী ব্যবহার করা হয়?
ইঞ্জিনের চার্জ লিকেজ রোধ এবং সিলিন্ডার ব্লকের সঙ্গে হেডকে বায়ুরোধ করে সংযুক্ত করার জন্য যা ব্যবহার করা হয়, তাকে গ্যাসকেট বলে। গ্যাসকেট প্রস্তুত করতে সাধারণত নরম ধাতু যেমন-অ্যালুমিনিয়াম, প্লেইন কপার, স্টিল, অ্যাজবেসটস, রাবার এবং অন্যান্য ধাতব পাত ব্যবহার করা হয়।
বিয়ারিং
অয়েল প্যান
লাইনার
গ্যাসকেট
2523. সিবি পয়েন্টের গ্যাপ সাধারণত কত?
৩৫ হতে ২৫ মিমি
২৫ হতে ৩৫ মিমি
৩৫ হতে ৫৫ মিমি
৪৫ হতে ৬৫ মিমি
2524. ইঞ্জিন সিলিন্ডারের ব্যাসকে কী বলে?
বোর (Bore) : ইঞ্জিন সিলিভারের ব্যাসকে বোর বলে। বোরকে D দ্বারা প্রকাশ করা হয়। স্ট্রোক (Stroke): ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনের উঠানামার দূরত্বকে (Stroke) স্ট্রোক বলে। একে L দ্বারা প্রকাশ করা হয়।
ব্যাসার্ধ
স্ট্রোক
বোর
ডেড সেন্টার
2525. মিক্সচার প্রধানত কত প্রকার?
মিক্সচার সাধারণত তিন প্রকার। যথা- (ক) রিচ মিক্সচার, (খ) লিন মিক্সচার, (গ) লিন মিক্সচার।
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2526. পিস্টন ও সিলিন্ডার ওয়াল-এর মধ্যবর্তী ফাঁককে কী বলে?
পিস্টন ক্লিয়ারেন্স
সিলিন্ডার ক্লিয়ারেন্স
রিং ক্লিয়ারেন্স
রিং গ্যাপ
2527. টোটাল ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে কী বলে?
কম্প্রেশন রেশিও (r.): এটি সিলিন্ডারের সর্বমোট ভলিউমের সাথে ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে বুঝায়।
সম্প্রসারণ রেশিও
কম্প্রেশন রেশিও
ওপেন রেশিও
ক্লোজড রেশিও
2528. গাড়ির ইঞ্জিনের পিস্টনের কাজ কোনটি?
পিস্টন Internal combustion (IC) engine-এর একটি উপাদান। সিলিন্ডারের অভ্যন্তরে জ্বলন্ত Air-fuel মিশ্রণের চাপটিকে যে যন্ত্রের সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফটে রূপান্তর করা হয়, তা-ই হলো পিস্টন। পিস্টন উপরোক্ত ক, খ এবং গ এর কাজসমূহের পাশাপাশি নিম্নোক্ত আরো কিছু কাজ করে থাকে, যেমন- (i) এটি সিলিন্ডারের আয়তন কমবেশি করে। (ii) দহন চেম্বারে গ্যাসের অবিচ্ছিন্ন পরিবর্তন নিশ্চিত করে। (iii) দহনে উৎপন্ন তাপ অপচয় হ্রাস করে।
পিস্টন ইঞ্জিনের শক্তিকে কানেকটিং রডের মাধ্যমে Crankshaft-কে চালিত করে Crankshaft-কে ঘূর্ণিত করে
এটি কানেকটিং রডের গাইড হিসেবে কানেকটিং রডকে চালিত করে
পিস্টন গ্রুন্ডের (খাঁজ) মধ্যে পিস্টন রিং ধারণ করে রাখে
উপরে লিখিত সবগুলোই সত্য
2529. ইঞ্জিনে ওয়াটার জ্যাকেট কোথায় থাকে?
ওয়াটার জ্যাকেট ওয়াটার কুলিং পদ্ধতিতে কুলিং ওয়াটার সঞ্চালনের জন্য ব্যবহার করা হয়। ওয়াটার কুলিং পদ্ধতি তিন প্রকার, যথা- (ক) থার্মো সাইফন, (খ) পাম্প সার্কুলেশন এবং (গ) ইভাপোরেটিভ, টাইপ কুলিং পদ্ধতি।
ইঞ্জিনের ভিতরে
সিলিন্ডাব ওয়ালের বাইরে
ইঞ্জিন ব্লাকে
সিলিন্ডার হেডে
2530. কত PSI চাপে ইঞ্জিনে বায়ু সংকুচিত হয়?
নোট: (i) সাধারণ, প্রতিটি সিলিন্ডারে 300 থেকে 500 PSI-এ সংকুচিত হয়। (ii) ইনটেক স্ট্রোকে এয়ার/ফুয়েলের মিশ্রণ 100 থেকে 2000 PSI অথবা এর থেকে বেশি হয়। (iii) কম্বাশন স্ট্রোকে 300 PSI (হালকা লোডে) 1000 PSI (ফুল পাওয়ার) 1500 PSI (রেস ইঞ্জিনে) আর পিস্টন যখন BDC-তে অবস্থান করে তখন 100 থেকে 500 PSI পর্যন্ত হয়ে থাকে।
১৫০-২৫০
৩০০-৪০০
৫০০- ৫৫০
৪৫০-৫৫০
2531. চার স্ট্রোক (4 stroke) ইঞ্জিনে একটি চক্র (Cycle) সম্পন্ন হয় কখন?
চার-স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে: প্রতি স্ট্রোক = ১৮০° ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন .: চার-স্ট্রোক = ১৮০°× ৪ = ৭২০° ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন = ২ আবর্তন 1360°= I rev of crankshaft] দুই-নেট্রাক ইঞ্জিনের ক্ষেত্রেঃ প্রতি স্ট্রোক = ১৮০° ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন :: দুই-স্ট্রোক = ১৮০° x ২ = ৩৬০° ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন = ১ আবর্তন (360°= 1 rev of crankshaft)
ক্র্যাঙ্কশ্যাফট-এর ১ ঘূর্ণনে
ক্র্যাঙ্কশ্যাফট-এর ২ ঘূর্ণনে
ক্র্যাঙ্কশ্যাফট-এর ৪ ঘূর্ণনে
চার বার স্পার্ক (Spark) হলে
2532. কম্প্রেশন রিং কোথায় থাকে?
পিস্টন রিং (Piston ring): ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টন উঠানামা করে কাজ করার সময় দহনপ্রকোষ্ঠের চার্জ এবং ফ্র্যাঙ্ককেসের পিচ্ছিলকরণ তেলকে পৃথক অবস্থায় আটকে রাখতে পিস্টন রিং ব্যবহার করা হয়। সঙ্কোচন রিং: এ ধরনের রিংসমূহ পিস্টনের উপরের দিকে রিং-এর গর্তের মধ্যে সংযোজিত অবস্থায় থাকে। এটি তেল চাঁছনকৃত রিং অপেক্ষা কম ব্যাসবিশিষ্ট, কিন্তু অধিক শক্তিশালী, যা পিস্টন ও সিলিন্ডারের মধ্যে যোগসূত্র রচনা করে এবং দহনপ্রকোষ্ঠের চার্জ ক্র্যাঙ্ককেসে এবং ক্র্যাঙ্ককেসের পিছেলকরণ তেলকে দহনপ্রকোষ্ঠে যেতে দেয় না।
উপরে
নিচে
মধ্যে
ভিতরে
2534. অয়েল রিং পিস্টনের কোথায় থাকে?
কম্প্রেশন রিং-এর কাজ হলো ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে চার্জকে আটকে কাঙ্ক্ষিত কম্প্রেশন করতে সাহায্য করা। আবার কম্বাশনে উৎপন্ন অতি তাপ ও চাপযুক্ত কম্বাশন প্রডাক্ট আটকে রেখে কার্যকরী পাওয়ার স্ট্রোক ঘটতে সাহায্য করে এবং পোড়া গ্যাস ক্র্যাঙ্ককেসে আসতে বাধা প্রদান করে। অয়েল কন্ট্রোল বা অয়েল স্ক্র্যাপার রিং কম্প্রেশন রিং-এর নিচে থাকে যা সিলিন্ডার ওয়াল থেকে লুব অয়েল চেঁছে বা স্ক্র্যাপিং করে নিচে নামিয়ে দেয়। যাতে লুব অয়েল কম্বাশন চেম্বারে প্রবেশ করতে পারে না।
উপরে
নিচে
মধ্যে
ভিতরে
2535. স্পার্ক প্লাগ কোথায় থাকে?
ইঞ্জিনের দহন প্রকোষ্ঠো সঙ্কুচিত বাতাস ও পেট্রোলের মিশ্রণকে দগ্ধ ঘটাতে স্পার্ক প্লাগের অগ্নিস্ফুলিঙ্গ ব্যবহার করা হয়।
সিলিন্ডার হেডে
লাইনারে
রকে
কোনোটিই নয়
2536. অটোমোবাইল কার ইঞ্জিনে সাধারণত কত রকমের পিস্টন রিং থাকে?
পিস্টন রিং দু'প্রকার, যথা- (ক) সংকোচন রিং (Compression ring) এবং (খ) অয়েল স্ক্র্যাপার রিং (Oil scraper ring)
এক
দুই
তিন
চার
2538. কানেকটিং রড সংযোগ কোথায় থাকে?
পিস্টন ও ক্র্যাঙ্কশ্যাফটে
পিস্টনে
পিস্টন ও বিয়ারিং-এ
পিস্টন ও হেডে
2539. ইনটেক ও এগজস্ট ভালভ একই সময়ে খোলা থাকাকে কী বলা হয়?
এগজস্ট স্ট্রোকের শেষে এবং সাকশন স্ট্রোকের শুরুতে উভয় ভালভ কিছু সময় একসাথে খোলা থাকে। এ অবস্থাকে ভালভ ওভারল্যাপিং বলে। নিম্ন ও উচ্চ গতির ইঞ্জিনে এর পরিমাণ যথাক্রমে ১৫০ এবং ৩০০। ভালভ ওভারল্যাপিং-এর ব্যাপ্তিকাল সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়। ভালভ ওভারল্যাপিং বেশি হলে এগজস্ট গ্যাস ইনটেক মেনিফোল্ডে চলে যাবে অথবা সজীব এয়ার ফুয়েল চার্জ এগজস্ট পথে বের হয়ে যাবে।
ভালভ ওভারল্যাপিং
পাওয়ার ওভারল্যাপিং
কম্প্রেশন ওভারল্যাপিং
ইনটেক ও ইগজস্ট স্ট্রোক ওভারল্যাপিং
2540. ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের কার্যসম্পাদন কীভাবে সংঘটিত হয়?
সাকশন, কম্প্রেশন, এক্সপানশন এবং এগজস্ট
সাকশন, এক্সপানশন, কম্প্রেশন এবং এগজস্ট
এক্সপানশন, কম্প্রেশন, সাকশন এবং এগজস্ট
কম্প্রেশন, এক্সপানশন, সাকশন এবং এগজস্ট