বয়লার ড্রাফটের কাজগুলো হলো-
( ক) চুল্লির মধ্যে জ্বালানির পূর্ণদহনের জন্য প্রয়োজনীয় বাতাস তথা অক্সিজেন সরবরাহ করা।
(খ) চুল্লির মধ্যস্থিত পোড়া গ্যাসকে চুল্লি হতে চিমনি পথে বের করে দেওয়া।
সম্পৃক্ত বাম্পকে পুনরায় তাপ প্রদান করে শুদ্ধ করা ও তাপমাত্রা বাড়ানোর জন্য যে হিটার বা ডিভাইস ব্যবহার করা হয়, তাকে সুপারহিটার বলে।
সুপারহিটার দু' প্রকার, যথা-
(ক) রেডিয়্যান্ট টাইপ সুপারহিটার (Radiant type superheater)
( খ) কনভেরিড টাইপ সুপারহিটার (Convective type superheater)
1195. এয়ার প্রিহিটারে হিটিং-এর জন্য কী ব্যবহৃত হয়?
যে যন্ত্রের সাহায্যে বাতাসকে ফার্নেসে প্রেরণের পূর্বে উত্তপ্ত করে সরবরাহ করা হয়, তাকে এয়ার প্রি-হিটার বলে।
এয়ার প্রি-হিটার: চিমনি ও ইকোনোমাইজারের মাঝখানে বসানো হয়।