16. লোড কার্ড দ্বারা কী জানা যায়?
লোড কার্ড (Load Curve) : গ্রাহকবৃন্দ তখনই বিদ্যুৎ ব্যবহার করে খখন তাঁর বিদ্যুৎশক্তির প্রয়োজন হয়। বৈদ্যুতিক লোড বিভিন্ন রকম হয়ে থাকে। ব্যবহারকারীরা সবসময় একই পরিমাণ পাওয়ার ব্যবহার করেন না।
যে কার্ভে সর্বোচ্চ কিলোওয়াট লোডকে বাম প্রান্তের অক্ষ এবং সময়কে x-অক্ষ বরাবর প্রকাশ করে কিলোওয়াটকে সময়ের সাথে গ্রাফে প্লট (Plot) করলে যে লেখচিত্র পাওয়া যায়, তাকে লোড কার্ভে বলে। অন্যভাবে বলা যায়, সময়ের (ঘণ্টা, দৈনিক, মাসিক, বাৎসরিক) সঙ্গে সম্পর্ক রেখে বৈদ্যুতিক শক্তি সরবরাহ ও ব্যবহারের গ্রাফ চিত্রাকে লোড কার্ভে বলে।