137. রক-ফিল বাঁধ হলো একপ্রকার-
রকফিল বাধ (Rockfill dam) :এ ধরনের বাধকে গ্রাভিটি বাং এবং মাটির বাধ এই দু'-এর মাঝামাঝি পর্যায়ের বৈশিষ্ট্য হিসাবে দেখানো হয়। যে-সব ক্ষেত্রে ধানবাহন খরচ, সিমেন্ট, লোহা ম্যাশনরি ইত্যাদির খরচ খুব বেশি, কিন্তু বাধ এলাকায় প্রচুর পরিমাণে পাথর থাকে, সেক্ষেত্রে এ ধরনের বাধ তৈরি উপযোগী। এ ধরনের বাঁধের নমনীয়তার জন্য ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না। এ বাধের সবচেয়ে বড় অসুবিধা হলো এর উপাদানে মাঝে মাঝে ফাটলের সৃষ্টি হয়।