165. যদি কোনো জ্বালানির মিশ্রণে 65% iso-octane 35% n-heptane থাকে তবে ঐ মিশ্রণের-
কোনো জ্বালানির Iso-octane এবং n-heptane-এর শতকরা মিশ্রণের যতভাগ Iso-octime থাকে, তাকে ঐ জ্বালানির অকটেন নম্বর বলে। অর্থাৎ, অকটেন নম্বর 85 বলতে বুঝায়, এই ফুয়েলে আয়তনের দিক হতে 85% আইসো-অকটেন এবং 15% নরমাল হেপটেন আছে। উপরোক্ত প্রশ্নে 65% Ino-octane আছে, সুতরাং অকটেন (Octane) নম্বর = 65।