212. গ্যাস টারবাইনের জ্বালানি কোন ধরনের?
দহন কক্ষ : উচ্চ চাপ যুক্ত বায়ু দহন কক্ষে প্রবেশ করে থাকে। এরপরে ফুয়েল ইঞ্জেক্টরের বেল্ট (বলয়) থেকে স্থিরভাবে ফুয়েল, ইনজেক্ট করা হয়। ফুয়েল হিসেবে কেরোসিন, জেট-ফুয়েল, প্রোলেন অথবা অন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। দহন কক্ষের ভিতরে উচ্চ চাপ যুক্ত বাহু প্রায় ১০০ মাইল/ঘণ্টা বেগে এবং এই পরিবেশে দহন সম্পন্ন করতে হ্যা যা করা প্রায় অসম্ভব। এই সমস্যা সমাধানের জন্য দহন কক্ষে শিখা ধারক অথবা ক্যান ব্যবহার করা হয়ে থাকে। ক্যান সাধারণত ফাঁপা থাকে, হিন্দ্রযুক্ত ভারী দাতব অংশ।