Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
241. ওয়াটার টিউব বয়লার সাধারণত ব্যবহার করা হয় কোথায়?
বড় প্লান্টে
ছোট প্লান্টে
মধ্যম প্লান্টে
সবক'টিতে
242. ল্যাংকেশার বয়লার কী ধরনের বয়লার?
স্টেশনারী ফায়ার টিউব বয়লার
ইন্টার্নালী ফায়ার বয়লার
হরিজন্টাল বয়লার
সবগুলো
243. হিট এক্সচেঞ্জারের অপর নাম কী?
স্টিম জেনারেটর
কন্ডেন্সার
রিয়্যাক্টর
মডারেটর
244. প্রেসারাইজড্ ওয়াটার রিয়্যাক্টরে শীতলক হিসেবে কী ব্যবহার হয়?
ভারী পানি
হালকা পানি
ঠান্ডা পানি
ফুটন্ত পানি
245. নিচের কোন বয়লারটি ফায়ার টিউব?
ওয়াটার টিউব বয়লার: যেমন- ল্যামন্ট বয়লার, স্টারলিং বয়লার, বেনসন বয়লার, লোফলার বয়লার, ব্যাব-কক অডি উইলক বয়লার। ফায়ার টিউব বয়লারঃ যেমন- কেPরান বয়লার, ¯‹P মেরিন বয়লার, ল্যাংকাশায়ার বয়লার, কার্নিশ বয়লার, লোকোমোটিত বয়লার।
ল্যাংকাশায়ার বয়লার
ব্যাবকক (Babcock) অ্যান্ড উইলকক্স বয়লার
স্টারলিং বয়লার
ভেলোকস বয়লার
246. ফায়ার টিউব বয়লারে-
Water tube boiler: এ বয়লারে পানি টিউবের মধ্যে থাকে এবং উত্তপ্ত ফ্লু গ্যাস বা আগুন টিউবের চারপাশে প্রবাহিত হয়।
পানি উত্তপ্ত টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়
আগুন টিউবের মধ্যে থাকে
পানি ও আগুন উভয়ই টিউবের মধ্যে থাকে
উপরের কোনোটিই সঠিক নয়
247. কোন বয়লাবের টিউবের ভিতরে পানি থাকে?
ফায়ার টিউব বয়লার
ওয়াটার টিউব বয়লার
কোল্ড টিউব বয়লার
নির্গমন টিউব বয়লার
248. নিচের কোন বয়লারের হিটিং সারফেজ ও স্টিম উৎপাদন ক্ষমতা বেশি?
ফায়ার টিউব বয়লার
ওয়াটার টিউব বয়লার
উভয় বয়লার
কোনোটিই নয়
249. নিচের কোন বয়লারটি স্টিমের চাহিদা অনুযায়ী ওঠানামা করতে সবচেয়ে বেশি উপযোগী?
(ক) লোকোমোটিভ বয়লার
(খ) ল্যাঙ্কাশায়ার বয়লার
(গ) কার্নিশ বয়লার
(ঘ) ব্যাবকক এবং উইলককস বয়লার
250. ফায়ার টিউব বয়লার স্টিম উৎপন্ন করে সর্বোচ্চ কতবার।
২৩.৫ বার
২৪.৫ বার
২৫.৫ বার
২৬.৬ বার
251. কোন যন্ত্র তরলের এনার্জিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
টারবাইন
পাম্প
মোটর
জেনারেটর
252. এয়ার প্রি-হিটার ব্যবহার করায় নিম্নের কোন সুবিধা পাওয়া যায়?
যে যন্ত্রের সাহায্যে বাতাসকে ফার্নেসে প্রেরণের পূর্বে উত্তর করে সরবরাহ করা হয়, তাকে এয়ার প্রি-ডিটার বলে।
কম্বাশন বা প্রজ্বলন প্রক্রিয়া সহজতর
ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়
বয়লারের কর্মদক্ষতা বৃদ্ধি পায়
সবগুলো
253. বয়েলিং ওয়াটার রিয়্যাক্টরে শীতলক হিসেবে কী ব্যবহার হয়?
হালকা পানি
সোডিয়াম
ক্যালসিয়াম
সোডিয়াম পটাশিয়াম।
254. নিম্নোক্ত কোনটি ওয়াটার টিউব বয়লার
i) ফায়ার টিউব অথবা স্মোক টিউব বয়লার (Fire tube or smoke tube boiler)- (ক) ভার্টিক্যাল বয়লার (Vertical Boiler) (খ) লোকোমোটিভ বয়লার (Locomotive Boiler) (গ) মেরিন স্কত বয়লার (Marine Scotch Bailer)। (ঘ) কোচরান বয়লার (Cochran Boiler)! (ঙ) কর্নিশ বয়লার (Cornish Boiler)। ওয়াটার টিউব বয়লার (Water tube boiler)- (ক) ল্যামন্ট বয়লার (La-mont Boiler)। (খ) ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লার (Babcock and wilcor boiler) (গ) বেনসন বয়লার (Benson Boiler)। (ঘ) লফলার বয়লার (Loeffler Boiler) | (ঙ) স্টারলিং বয়লার (Starling Boiler)।
ল্যাংকাশায়ার
লোকোমোটিভ
ব্যাবকক অ্যান্ড উইলকক্স।
কোচরান
255. স্টারলিং ওয়াটার টিউব বয়লার আবিষ্কার করা হয় কত সালে?
১৮৮৭ সালে
১৮৭৮ সালে
১৭৮৮ সালে
১৮৭৬ সালে
256. ব্যাব-কক উইলকক্স বয়লার সর্বপ্রথম তৈরি হয় কত সালে?
১৮৬৭ সালে
১৮৭৬ সালে
১৭৮৬ সালে
১৬৮৭ সালে
257. কোনটি ফায়ার টিউব বয়লার?
ওয়াটার টিউব বয়লার। যেমন- ল্যামন্ট বয়লার, স্টারলিং বয়লার, বেনসন বয়লার, লোফলার বয়লার, ব্যাব-কক অ্যান্ড উইলককক্স বয়লার। ফায়ার টিউব বয়লার : যেমন- কোচরান বয়লার, স্কচ মেরিন বয়লার, ল্যাংকাশায়ার বয়লার, কার্নিশ বয়লার, লোকোমোটিভ বয়লার।
ল্যামন্ট বয়লার
বেনসন বয়লার
কোচরান বয়লার
সবগুলো
258. কোনটি ফায়ার টিউব বয়লার?
ওয়াটার টিউব বয়লার (Water tube boiler) যে বয়লারে পানি টিউবের মধ্যে থাকে এবং উত্তß d¬z গ্যাস ঐ টিউবগুলোর চারদিক দিয়ে প্রবাহিত হয়, তাকে ওয়াটার টিউব বলে। ওয়াটার টিউব বয়লার (Water tube boiler) : (ক) ল্যামন্ট বয়লাব (La-mont boiler) (খ) ব্যাবকত অ্যান্ড উইলকক্স বয়লার (Bobcock and wilent boiler) ( গ) বেনসন বয়লার (Benson boiler) (ঘ) লফলার বয়লার (Loeffler boiler) (ঙ) স্টারলিং বাংলার (Starling boiler) ফায়ার টিউব বয়লার (Fire tube boiler) যে বয়লারের টিউবের ভিতর আগুন বা d¬z গ্যাস (Flac gas) প্রবাহিত হয় এবং টিউবের চারপার্শ্বে পানি সরবরাহ করা হয়, তাকে ফায়ার টিউব বয়লার বলে। ফায়ার টিউব অথবা স্মোক টিউব বয়লার (Fire tube or smoke tube boiler): (ক) ভার্টিক্যাল বয়লার (Vertical boiler) (খ) লোকোমোটিত বয়লার (Locomotive boiler) (গ) মেরিন স্বত বয়লার (Marine scotch boiler) (ঘ) কোচরান বয়লার (Cochran boiler) (ঙ) কর্নিশ বয়লার (Cornish boiler) (চ) ল্যাংকাশায়ার বয়লার (Lancashire boiler)
ল্যাংকাশায়ার বয়লার
লোকোমোটিভ বয়লার
কোচরান বয়লার
সবগুলো সঠিক
259. বৃহৎ পাওয়ার প্লান্টের জন্য বেশি উপযোগী কোনটি?
যে বয়লারে পানি টিউবের মধ্যে থাকে এবং উত্তপ্ত ফ্লু গ্যাস ঐ টিউবগুলোর চারদিক দিরে প্রবাহিত হয়, তাকে ওয়াটার টিউব বলে।
ওয়াটার টিউব
ফায়ার টিউব বয়লার
কোনোটিই নয়
ক ত্ত খ
260. ফায়ার টিউব বয়লারে ওয়াটার টিউব বয়লার অপেক্ষা স্টিম উৎপাদনের ক্ষমতা কেমন?
বেশি
কম
সমান
সবক'টি