Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
281. একজন ইঞ্জিনিয়ার একটি বন্ধ ঠান্ডা পরিবেশ (Closed cold environment) কীভাবে তৈরি করবেন?
সাধারণ তাপমাত্রায় পানি খুবই ধীরে ধীরে বাষ্পীভূত হয় কিন্তু চাপ হ্রাস করা হলে পানির বয়লিং পয়েন্ট (Boiling point) কমে যায়, ফলে বাস্পীভবনের হারও তীব্র (Intense) হতে থাকে। এভাবে এই পদ্ধতিতে একজন ইঞ্জিনিয়ার চাপ কমিয়ে পানিকে বাষ্পীভূত করে একটি closed cold environment তৈরি করতে পারে।
পানিকে তাপ দিয়ে বাষ্পীভূত করে
তরল নাইট্রোজেনের অবিরত সরবরাহের ব্যবস্থা করে
চাপ কমিয়ে পানিকে বাষ্পীভূত করে
সলিড কার্বন ডাই-অক্সাইডের অবিরত সরবরাহের ব্যবস্থা করে
282. পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য কী ব্যবহার করা হয়?
নোট: পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে এয়ার প্রি-হিটার এবং ইকোনোমাইজার এবং সুপারহিটার সবাইকে কাজে লাগানো যায়। সুতরাং, সঠিক উত্তর বা এবং ঘ উভয়ই।
এয়ার প্রিহিটার
সুপারহিটার
ফিড পাম্প
ইকোনোমাইজার
283. বয়লারে সবচেয়ে বেশি তাপের অপচয় হয় কী জন্য?
জ্বালানিতে জলীয় বাষ্প থাকার কারণে
অসম্পূর্ণ দহন (Incomplete combustion) হওয়ার কারণে
নির্গত ধোঁয়া (Exhaust gas)-এর মাধ্যমে
উপরের কোনোটিই সত্য নয়
284. বয়লারের পানিতে মাত্রাতিরিক্ত NaOH দ্রবীভূত অবস্থায় থাকলে বয়লারে কী ক্ষতি হয়?
স্কেল তৈরি (Scale formation): ফিড ওয়াটারে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের লবণ থাকলে তা বয়লার ড্রাম, ভিটার টিউব, ফিড ওয়াটার টিউব ইত্যাদির মধ্যে স্কেল বা আস্তরণ সৃষ্টি করে। ফলে তাপের ক্ষেত্র (Heating surface) কমে যায়। বয়লার ওভারহলিং-এর সময় স্কেল অপসারণ করতে হয়। (ii) কয় (Corrosion): পানিতে অ্যাসিড অথবা অ্যাসিড তৈরির উপাদান- অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি থাকলে বয়লার শেল, প্লেট, টিউব ইত্যাদিকে। ক্ষয় করে এবং আয়ুষ্কাল কমিয়ে দেয়। (iii) ফেনা তৈরি ও প্রাইমিং (Foaming and Priming) 2 তৈল, সাবান এবং অন্যান্য ভাসমান পদার্থ বহুলার ড্রামে ফেনা তৈরি করে এবং এ সকল অপদ্রব্যের কারণে বাষ্পের সাথে কিছু পানি কণা নির্গত হয়, যা বাদকে টারবাইনে ব্যবহারের অনুপযোগী করে, যাকে প্রাইমিং বলে। এই অসুবিধা দূর করার জন্য পানিকে তৈল, সাবান ইত্যাদি মুক্ত করতে হবে এবং বয়লারে পানির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। (iv) ভঙ্গুরকরণ (Embrittlement): পানিতে সোডিয়াম। হাইড্রক্সাইড থাকলে তা বয়লার শেলকে ভঙ্গুর করে এবং অভ্যন্তরীণ ফাটল সৃষ্টি করে। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
স্কেলিং (Scaling) হয়
ফোমিং (Foaming) হয়
বয়লারের টিউবে মরিচা পড়ে
ইমব্রিটলমেন্ট (Embrittlement) হয়
285. কোনটি বয়লারের অ্যাক্সেসরিজ নয়?
বয়লার মাউন্টিংস (Boiler mountings) ১। পানির মাত্রা পরিমাপক (Water level indicator) ২। চাপমান যন্ত্র (Pressure gauge) ৩। নিরাপত্তামূলক ভালভ (Safety valve) ৪। স্টিম স্টপ ভালভ (Steam stop valve) ৫। রো অব কক (Blow of cock) ৬। ফিউজিবল প্লাগ (Fusible plug) ৭। ফিড চেক ভালভ (Feed check valve) ৮। স্বয়ংক্রিয় ঘণ্টা (Automatic alarm) বয়লার অ্যাক্সেসরিজ (Boiler accessories) : ১। ফিড ওয়াটার রেগুলেটর (Feed water regulator) ২। ইকোনোমাইজার (Economizer) ৩। ফিড ওয়াটার ফিল্টার (Feed water filter) ৪। বাষ্প সেপারেটর (Steam separator) ৫। বাষ্প ট্র্যাপ (Steam trap) ৬। সুপারহিটার (Superheater) ৭। বি-হিটার (Re-heater) ৮। সূট ব্লোয়ার (Sout blower)। বয়লার অগজিলারিজ (Boiler auxiliaries) : ১। ফিড ওয়াটার পাম্প (Feed water pump) ২। ওয়াটার ইনজেক্টর (Water injector) ৩। ফিড ওয়াটার হিটার (Feed water heater) ৪। ইভাপোরেটর (Evaporator) ৫। রিডিউসিং ভালভ (Reducing valve) ৬। এয়ার প্রি-হিটার (Air pre-heater) ৭। ড্রাফট ফ্যান (Draft fan) ৮। কন্ডেন্সার (Condenser) ইত্যাদি।
ইকোনোমাইজার
সুপারহিটার
বাষ্প ট্র্যাপ
টেস্ট কক
286. কোনটি বয়লার মাউন্টিং?
বয়লার মাউন্টিংস (Boiler mountings) : (ক) ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator); (খ) প্রেসার গেজ (Pressure Gauge): (গ) সেফটি ভালভস (Safety Valves); (ঘ) স্টপ ভালভস (Stop Valves): (ঙ) ফিড চেক ভালভস (Feed check Valves): (চ) ফিউজিবল প্লাগ (Fuxible plug)) বয়লার অ্যাক্সেসরিজ (Boiler accessories) : (ক) ফিড পাম্প (Fred Pump): (খ) সুপারহিটার (Superheater): (গ) ইকোনোমাইজার (Economizer); (ঘ) এয়ার প্রিহিটার (Air Preheater) (ঙ) ড্রাফট (Drafi): (চ) ইনজেক্টর (Enjector)
ইকোনোমাইজার
সুপার হিটার
ফিউজিবল প্লাগ
ইনজেক্টর
287. নিচের কোন নিরাপদ যন্ত্রটি (Safety device) ধাতুর তাপীয় প্রসারণ (Thermal expansion) ধর্মের উপর ভিত্তি করে কাজ করে না?
প্রেসার কুকার-এর সেফটি ভালভ
রেলট্র্যাক-এর গ্যাপ
বয়লারের স্টিম পাইপের বাঁক
বড় বড় ব্রিজের জোড়া
288. বয়লারের কার্যকরী ক্ষমতাকে কী বলে?
বয়লার বেটিং
বয়লার ইউনিট
বয়লার ডিউটি
বয়লার স্পিড
289. বয়লার একটি যন্ত্র, যাকে বলা হয়-
স্টিল নির্মিত একটি আবদ্ধ পাত্র, যার ভিতর পানিকে তাপে বাষ্পে পরিণত করা হয়, তা বয়লার নামে তা বয়লার নামে অভিহিত। এটি স্টিম জেনারেটর নামেও পরিচিত।
স্টিম জেনারেটর
গ্যাস জেনারেটর
বিদ্যুৎ জেনারেটর
তাপ জেনারেটর
290. যে আবদ্ধ পাত্রে পানি রেখে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্প তৈরি করা হয়, তাকে কী বলে?
স্টিম বয়লার। যে আবদ্ধ পাত্রে পানি রেখে তার প্রয়োগের মাধ্যমে বাম্প তৈরি করা হয়, তাকে স্টিম বয়লার বলে। বয়লার দুই প্রকার- ১। ফারের টিউব বয়লার ও ২। ওয়াটার টিউব বয়লার।
স্টিম বয়লার
স্টিম টারবাইন
স্টিম কন্ডেন্সার
স্টিম ইনজেক্টর
291. কোনটি বয়লারের অ্যাক্সেসরিজ?
বয়লার অ্যাক্সেসরিজসমূহ- (ক) ফিড পাম্প (Feed Pump); (খ) সুপারহিটার (Superheater): (গ) ইকোনোমাইজার (Economizer), (ঘ) এয়ার প্রি হিটার (Air Pre-heater) (ঙ) ড্রাফট (Draft): (চ) ইনজেক্টর (Injector)
ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator)
প্রেসার গেজ (Pressure gauge)
ম্যান এবং মাড হোল (Man and mud hole)
সুপারহিটার (Superheater)
292. একটি রেফ্রিজারেন্ট-এর কাঙ্ক্ষিত গুণাগুণ কোনটি?
ব্যাখ্যা: রেফ্রিজারেন্টের চারিত্রিক বৈশিষ্ট্যও রেফ্রিজারেন্টের যে-সব গুণাবলি থাকা উচিত তা নিম্নে আলোচনা করা হলো- (i) বয়েলিং তাপমাত্রা কম থাকতে হবে। (ii) যেন সহজে জ্বলে না যায় এ রকম হতে হবে। iii) নন-টক্সিন (Non-toxin) হতে হবে। (iv) এটিকে তৈলের সাথে মিশে যাওয়ার ক্ষমতা থাকতে হবে। (v) এটি যাতে আমাদের পরিবেশ এবং ওজোন স্তরের জন্য ক্ষতিকারক না হয় এ রকম হতে হবে।
লো-বয়েলিং পয়েন্ট
হাই-ক্রিটিক্যাল তাপমাত্রা
হাই-লেটেন্ট হিট এবং ভেপারাইজেশন
উপরের সবকয়টি
293. বয়লারের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পানির প্রবাহ যে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলা হয়?
বয়লার ড্রামের পানির মাত্রা নিয়ন্ত্রণের জন্যে একপ্রকার স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হয়, এটিই ফিড ওয়াটার রেগুলেটর।
ফিডওয়াটার রেগুলেটর
গ্রেট ভালভ
চেক ভালভ
মেইন চেক ভালভ
294. চিমনি দ্বারা তৈরি ড্রাফট (Draught) হলো-
Induced desought ফ্যানের সাহায্যে জু-গ্যাসকে টেনে চিমনির সাহায্যে বায়ুনগুলে বের করার পদ্ধতি। Natural draught: কোনো যান্ত্রিক বা কৃত্রিম উপায় ব্যবহার না করে শুধুমাত্র চিমনির সাহায্য ড্রাফট সৃষ্টির পদ্ধতি। Forced draught ব্লোয়ারের মাধ্যমে বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা অধিক চাপে ফার্নেসে বাতাস সরবরাহ করার পদ্ধতি।
ইনডিউসড ড্রাফট (Induced draught)
ন্যাচারাল ড্রাফট (Natural draught)
ফোর্সড ড্রাফট (Forced draught)
উপরের কোনোটিই সত্য নয়
295. এমন একটি বন্ধ প্রকোষ্ঠ, যেখানে তাপ শক্তি প্রয়োগের মাধ্যমে পানিকে পূর্বনির্ধারিত চাপ ও তাপে বাষ্পে পরিণত করা হয়।
ফার্নেস সিস্টেমে বায়ুকে উত্তপ্ত করে অন কিছুতে তাপ সরবরাহ করা হয়। (খ) রেফ্রিজারেটর: যার সাহায্য কৃত্রিম পদ্ধতিতে শীতলতা সংরক্ষণ করতে পারি এবং পরবর্তী সময়ে সেগুলো খেতে থাকে রেফ্রিজারেটর। সৃষ্টি করা যায় এবং এ মাধ্যমে আমরা আমাদের খাবার পানি পারি। যার এমন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যকে বলা হয়ে থাকে রেফ্রিজারেটর।
ফার্নেস
বয়লার
রেফ্রিজারেটর
টারবাইন
296. কোনটি বয়লারের মাউন্টিং (Mountings)?
বয়লার মাউন্টিংসগুলোর নাম ১। ওয়াটার লেভেল' ইন্ডিকেটর ২। প্রেসার গেজ ৩। সেফটি ভালভ ৪। স্টিম স্টপ ভালভ। ৫। ব্লো-অফ করু ৬। ফিত চেক ভালভ ৭। ফিউজিবল প্লাগ। বয়লার অ্যাক্সেসরিজগুলো হলো- ১। ফিডপাম্প, ২। সুপারহিটার, ৩। ইকোনোমাইজার, ৪। এয়ার প্রিহিটার, ৫। স্টিম কন্ডেন্সার।
ফিড পাম্প
সুপারহিটার
ব্লো-ডাউন ভালভ
এয়ার প্রিহিটার
297. নির্গত ধোঁয়া (Exhaust gas)-এর তাপের সাহায্যে নিম্নের কোন যন্ত্রটি ফিডওয়াটার (Feed water)-কে বয়লারে দেয়ার পূর্বে উত্তপ্ত করে?
যে যন্ত্রের সাহায্যে ফিডওয়াটারকে বয়লারে প্রেরণের পূর্বে চিমনির নির্গত ধোঁয়া (Eshaust gor) বা ব্লু-গ্যাসের মাধ্যমে উত্তপ্ত করা হয়, তাই ইকোনোমাইজার। ইকোনোমাইজার ব্যবহারের সুবিধাসমূহ: (i) 3% হতে 18% পর্যন্ত জ্বালানি খরচ কমায়। (ii) বয়লারের দক্ষতা প্রায় 10% হতে 12% পর্যন্ত বৃদ্ধি করে। (iii) বয়লারের ফিডওয়াটারের চাপের মাত্রা কমায়।
সুপারহিটার
ফিডওয়াটার হিটার
ইকোনোমাইজার
উপরের কোনোটিই সত্য নয়
298. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বয়লারের পরিবর্তে কী থাকে?
রিয়্যাক্টরের চারপাশে পানি প্রবাহিত করে জ্বালানি রড ঠান্ডা ও বাষ্প তৈরি করা হয়। বাদে রিয়্যাক্টর ভেসেলের মাধ্যমে সরাসরি টারবাইনে এবং টারবাইন থেকে জেনারেটরের সাহায্যে ইলেকট্রিসিটি তৈরি করা হয়।
প্রাইম মুভার
ট্রান্সফর্মার
জেনারেটর
রিয়াাক্টর
299. বয়লারের কাজ কী?
বয়লার স্টিম উৎপাদন বা পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার জন্য ব্যবহার করা হয়। একে স্টিম জেনারেটরও বলে।
পানি গরম করা
পানিকে বাষ্পে পরিণত করা
পানি ঠান্ডা করা
পানি ধারণ করা