Retreat শব্দের অর্থ প্রত্যাহার করা। Option (ক) এয় অর্থ এগিয়ে আসা। (খ) এর অর্থ সরে দাঁড়ানো। (গ) এর অর্থ খনন করা। (ঘ) এর অর্থ অগ্রসর হওয়া। Option (খ) সঠিক উত্তর।
'Animal Firm', ব্রিটিশ ঔপন্যাসিক Georga Orwell রচিত একটি উপন্যাস। Jane Austen তাঁর Pride & Prejudice উপন্যাসের জন্য পরিচিত। E.M. Forster, Passage to India এবং Henry Fielding, Tom Jones-এর জন্য বিখ্যাত।
'Absorb in' এর অর্থ অধিক মনোযোগসহকারে কিছু করা। এখানে সে মনোযোগী তার কাজের প্রতি বুঝাতে absorbed adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। Adjective-এর পূর্বে একটি auxillary verb বসে। Option (ক) সঠিক উত্তর। Option (খ) তে absorbed in থাকলেও সেটি সঠিক নয় কারণ এখানে did আছে এবং did এর পরে সবসময় verb-এর base form বসে।
বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে আবিষ্কৃত হয়। চর্যার পুঁথিতে ৫১টি গান ছিল, যার মধ্যে সাড়ে ৪৬টি পাওয়া গেছে।
বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। তাঁর বলিষ্ট প্রতিভার জাদুস্পর্শে বাংলা গদ্য উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত হয়।