13. The indirect form of the sentence 'She said to him, I don't believe you' should be
[Note: Indirect speech-এ said to, told-এ রূপান্তরিত হয়। Reported speech-এর sub, obj. এবং reporting verb-এর sub, obj. অনুযায়ী পরিবর্তিত হয়। Present indefinite tense past indefinite tense-এ পরিবর্তিত হয়। আর দুই clause-এর মাঝে that বসে। সুতরাং সঠিক indirect narration হবে She told him that she didn't believe him | প্রদত্ত 'ক' option-এ told-এর পরে to না থাকলে বাক্যটি সঠিক হতো ।।