ব্যক্তির উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে tall এবং বস্তুর ক্ষেত্রে high হয়। উচ্চতা নির্ণয়ের একক (1.5) plural হওয়ায় tall-এর পূর্বে metres হবে। অতএব, সঠিক উত্তর (খ)।
Option-গুলোর মধ্যে singular number হলো formula যার plural formulas বা formulae। তাছাড়া fungi, agenda, data শব্দগুলো plural যাদের singular form যথাক্রমে fungus, agendum এবং datum।
Hints: সঠিক singular number হলো index যার plural form হলো indexes অথবা indices. তাছাড়া option এর বাকি তিনটি শব্দ plural। তবে politics শব্দটি বাক্যের অর্থভেদে singular ও plural উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
Hints: Option-গুলোর মাঝে singular number হলো phenomenon, যার plural form হলো phenomena অপশনের বাকি তিনটি শব্দ plural যাদের singular number যথাক্রমে louse, erratum এবং mouse।
একমাত্র plural number হলো quarters যার singular number হলো quarter (এক-চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ)। তাছাড়া index, goose এবং issue-এর plural form যথাক্রমে indices, geese এবং issues।
Index (সূচক) শব্দটি singular number যার plural number হলো indexes বা indices | Cliffs, crises এবং mice শব্দগুলো plural এদের singular number যথাক্রমে cliff (উঁচু খাড়া পাহাড়), crisis (সংকটকাল) এবং mouse (ইঁদুর)।
Information শব্দটি হলো uncountable অর্থাৎ যার কোনো plural form নেই। অন্যদিকে option-এর বাকি তিনটি শব্দের plural হলো যথাক্রমে mice, intensions এবং women
Hints: Mr. (পুরুষের নামের আগে যুক্ত খেতাব; জনাব)-এর plural form হলো Messrs (সর্বজনাব)। অন্যদিকে Mrs হলো বিবাহিত স্ত্রীলোকের পারিবারিক নামের আগে যুক্ত খেতাব, বেগম। Mister (জনাব)-এর plural form Misters আর Ms. হলো বিবাহিতা বা অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে যুক্ত খেতাব।
Option গুলোর মধ্যে একমাত্র plural noun হলো media যার singular form হলো medium। Option বাকি তিনটি singular noun-এর plural form যথাক্রমে data, analyses এবং radii