Hints: অপশন (b)-তে fine বাক্যের verb suit-কে modify করায় fine শব্দটি adverb। Fine শব্দটি অপশন (a)-তে adjective, (c)-তে verb এবং (d)-তে noum হিসেবে ব্যবহার হয়েছে।
124. Although sunlight appears white,--- is actually a combination of all the colors of the spectrum.
Hints: Although দ্বারা দুটি clause যুক্ত হলে দুটি অংশে পৃথক verb প্রয়োজন হবে, কিন্তু অতিরিক্ত conjunction প্রয়োজন হবে না। সুতরাং শূন্যস্থানে it ব্যবহৃত হবে কারণ sunlight এর pronoun হিসেবে it ব্যবহৃত হয়।
Hints: Adverb এর কাজ হচ্ছে verbকে modify করা। verb সম্পন্ন হওয়ার সময়, স্থান,mধরন ইত্যাদি নির্দেশ করে adverb Somebody, someone দ্বারা কোনো অজ্ঞাত ব্যক্তিকে বোঝায়। Something দ্বারা অজ্ঞাত বন্ধুকে বোঝায়। Sometime দ্বারা verb-এর সম্পাদনের সময় বোঝায় অর্থাৎ terbকে modify করে। যেমন- He sometimes comes here
134. Which word can be used both as verb and noun?
Hints: প্রদত্ত চারটি options এর মধ্যে (ক) Waste শব্দটিই verb এবং noun হিসেবে ব্যবহৃত
হয়। অন্য তিনটির মধ্যে (খ) Ear শুধু noun, (গ) Pretend শুধু verb এবং (ঘ) Famous হলো
adjective। অতএব, (ক) Waste শব্দটিই সঠিক উত্তর। 'Waste' অর্থ অপচয় করা অথবা 'বর্জ্য'।
135. Find out this (text) in your (text) book. The underlined words are respectively:
Hints: প্রথম text শব্দটি noun হিসেবে আর দ্বিতীয় text শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা প্রথম text শব্দটি এককভাবে এবং দ্বিতীয়টি noun এর পূর্বে ব্যবহার হয়েছে।
136. A female tiger signals---ready to mate by leaving her scratch marks & scent on trees.
Hints: Verb signals এরপর শূন্যস্থান এবং এরপর adjective ready থাকাতে blank space & relative pronoun যুক্ত অংশ বসবে। কারণ adjective-এর পূর্বে এবং singals এর পরে her, is she বা she যথাযথ নয়। সুতরাং সঠিক উত্তর that she is।
137. This is the go of the world. Here 'go' is a/an
Hints: প্রদত্ত বাক্যে 'go' শব্দটি 'noun' এর উদাহরণ। এখানে 'the go, phrase এর অর্থ হচ্ছে প্রচলিত নিয়ম। তাই This is the go of the world এই বাক্যের পুরো অর্থ এটিই পৃথিবীর প্রচলিত নিয়ম।
138. In the sentence "He is taller than I" the underlined word is a/an-
Hints: প্রদত্ত Quotation এ 'than' adjective নয় কেননা adjective noun বা pronoun- কে modify করে, 'thuan' কোনো কিছুর নাম নয় তাই তা noun নয়, তা preposition ও নয় কারণ preposition pronoun-এর objective form-এর পূর্বে বসে। এখানে 'than' conjunction-এর কাজ করেছে কারণ 'tiuin' দুই বাক্যাংশকে সংযুক্ত করেছে। উল্লেখ্য, প্রদত্ত অংশে than 'T' এর পরে a. উহা রয়েছে।
Hints: "Homely adjective-এর উদাহরণ। উল্লেখ্য, noun-এর সাথে ly যুক্ত হলে সেটা adjective হয় আর adjective-এর সাথে ly যুক্ত করলে সেটা adverb হয়। এখানে home শব্দটি noun, এর সাথে l যুক্ত হয়েছে। তাই এটি adjective।