বাক্যগুলোতে scenery শব্দটি থাকায় বোঝা যাচ্ছে, চট্টগ্রামের scenery-এর সাথে ঢাকার scenery-এর তুলনা বোঝাচ্ছে। সুতরাং সঠিক বাক্যটি হলো The scenery of Chittagong is better than that of Dhaku!
The sceneries of Chittagong are better than Dhaka.
The sceneries of Chittagong are better than that of Dhaka
The scenery of Chittagong is better than that of Dhaka.
324. To insist on an oath of allegliance to the government is violating a person's basic constitutional rights.
Underline কৃত অংশের জন্য সঠিক formula হলো to + verb..... be verb + to + verb কেননা বাক্যটি দ্বারা উদ্দেশ্য নির্দেশ করে। সুতরাং সঠিক বাক্যাংশ to insist on an orth of allegiance to the government is to violate
To insist on an oath of allegiance to the government is violating
To insist on an oath of allegiance to the government violates
nsisting on an oath of allegiance to the government is violating
To insist on an oath of allegiance to the government is to violate
Insisting on an oath of allegiance to the government amounts violating
Work শব্দটি uncountable number। সুতরাং এর plural form নেই। তাই work-এর পূর্বে uncountable determiner much ব্যবহার সঠিক। সুতরাং সঠিক বাক্য:।। have much work to perform
একই জাতীয় সকলকে বোঝাতে singular common noun-এর পূর্বে a বা an বসে। সুতরাং সঠিক বাক্য an idle man can not prosper in life যার অর্থ অলস ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না।
Comparative বাক্যে দুটি comparative adjective থাকলে এবং দুটি ভিন্ন ভিন্ন preposition প্রয়োজন হলে তা প্রদান করতে হবে। Better-এর পর than আর superior- এর পরে to বসে। সুতরাং সঠিক বাক্য: He is better than and superior to me
Feel somebody's pulse অর্থ হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা। অন্য Verbগুলো pulse-এর সাথে যথাযথ নয়। সুতরাং সঠিক বাক্য I felt his pulse!
বাক্যে Last night থাকাতে বাক্যটি past indefinite tense এ হবে। Past indefinite tense-এর wh question যুক্ত interrogative বাক্যের structure: Wh question + did + sub + verb-এর base form + extension + question mark। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো did you do।
সভাটি ছিল একটা বিপর্যয়। আর বিপর্যয় যেহেতু সেহেতু কারোই থাকার কথা না। সুতরাং শূন্যস্থানে was nobody বসবে। Wasn't nobody বসবে না, কারণ Double negative ব্যবহৃত হয় না, was anybody হবে না কারণে anybodye negative বাক্যে ব্যবহৃত হয় আর was somebody positive ধারণা দেয়।
1st conditional এ if clauseটি present indefinite tense-এ হলে result, clauseটি future indefinite tense হয়। সুতরাং সঠিক বাক্য: If you run in the rain, you will catch cold