24. Choose the correct spelling from the given options----
Hints: Scurry (দ্রুতপায়ে ছোটা, হন্তদন্ত হয়ে ছোটা) শব্দটির past form এবং past participle গঠন করতে y-এর স্থলে ied যোগ করতে হয়। সুতরাং সঠিক বানানযুক্ত শব্দটি হল scurried।
26. Choose the correct spelling from the given options ----
Hints: Ugly (কুৎসিত, কুদর্শন) শব্দটির superlative form গঠন করতে 'y'letter টি উঠিয়ে দিয়ে int যোগ করতে হবে। সুতরাং ugly-এর সাথে ist যোগে সঠিক বানানযুক্ত word হলো ugliest।
27. Choose the correct spelling from the given options ----
Hints: Pretty (সুন্দর বা দীপ্তিময় না হলেও মনোরম ও আকর্ষণীয়) শব্দটি comparative form গঠন করতে'' letterটি উঠিয়ে দিয়ে icr যোগ করতে হয়। সুতরাং সঠিক বানান হলো prettier
37. Choose the correct spelling from the given options ----
Hints: Option-এ প্রদত্ত শব্দগুলোর মধ্যে সঠিক বানানযুক্ত word হলো lie-u-ten-ant যার অর্থ ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার, নৌবাহিনীর অধস্তন অফিসার।
Hints: সঠিক বানানযুক্ত word টি হলো cor-ri-dor যার অর্থ কোনো রাষ্ট্রের যে সংকীর্ণ ভূখণ্ড অন্য রাষ্ট্রের মধ্য দিয়ে কোনো বন্দরে যাওয়ার পথ হিসেবে বা কোনো সিট মহলে যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হয়।