Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. contour interval is- (কন্টুর বিরতি হলো:)
explained: পাশাপাশি অবস্থিত দুটি কন্টুর এর মধ্যবর্তী উলম্ব দূরত্বই হল contour interval
The vertical distance between any two consecutive contours
The horizontal distance between any two consecutive contours
The vertical distance between any two points on same contours
The horizontal between any two points on same contours
22. কন্টুর রেখাগুলোর যদি ভিতরের দিকে কন্টুর মান বেশি হয় তবে তা-
explained: কন্টুর রেখাগুলোর গদি ভিতরের দিকে কন্টুর মান বেশি হয় তবে তা ভিতরের দিক উচু ভুমি নির্দেশ করে।
পাহাড় বা টিলা
সমঢাল
পুকুর
সমোন্নতি ব্যবধান
23. শিকল জরিপের পরিমাপ কালে কোন ভুল-ভ্রান্তি হিসেব করে সংশোধন করা যায়?
ক্ষতিপূরক ভ্রান্তি
পঞ্জিভূত ভ্রান্তি
ভুল
কোনটাই নয়
24. during plane table survey the figure indicate which of the following process (plane table জরিপের সময় নিচের চিত্রটি নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি নির্দেশ করে)
Explained: তিন বিন্দুর সমস্যায় plane table অভিযোজন বা সমন্বয় মিলিত হবে কিন্তু একটি ত্রিভুজ গঠন করবে না। যা ত্রুটির ত্রিভুজ নামে পরিচিত। ত্রুটির ত্রিভুজের আকার অভিযোজনে কৌণিক ত্রুটির পরিমানের উপর নির্ভর করে।
Two point problem
Three point problem
Compass orientation
Back side orientation
26. RL. Of MSL at the Bay of Bengal near Cox Bazar is (কক্সবাজারের কাছে বঙ্গোপসাগরে MSL-এর RL হল)
Explained: গড় সমুদ্রতল (MSL-Mean Sea Level): কোনো স্থানের দীর্ঘকালব্যাপী (সাধারণত ১৯ বছর) অমাবস্যা, পূর্ণিমা, জোয়ারভাটা ইত্যাদিসহ সকল ক্ষেত্রে সাধারণত পানির গড় উচ্চতা বরাবর পৃষ্ঠ ভলকে গড় সমুদ্রতল বলে। বাংলাদেশের জন্য বঙ্গোপোসাগর এর পানি তলকে গড় সমুদ্রতল হিসেবে ধরা হয় যার RL. হল ০ (শূণ্য)।
0 m
50 m
10 m
100 m
27. ট্রানজিট বিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?
90°
270°
180°
360°
28. যদি ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মিটার হয়, তাহলে বিয়ারিং কত ?
53 °
46 °
36°
57.5°
29. ৩০ মিটার শিকল দিয়ে মেপে ১: ১২ ঢালবিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্যা পাওয়া গেল ৩৯২.৫ মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি ৭.৫ সেমি ছোট ছিল। তাহলে, রেখার সংশোধিত দৈর্ঘ্য কত?
393.16 m
392.16 m
391.16 m
390.16 m
31. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যন্ত্রটি অপরিহার্য্য ?
বিওডোলাইট
ইঞ্জিনিয়ার্স চেইন
প্লেইন টেবিল
লেভেল
32. পরিমাপকালে শিকল যদি বাড়তেই থাকে, এর ফলে সৃষ্ট ভ্রান্তি—
ক্ষতিপূরক ভ্রান্তি
ধান্তমক পুঞ্জিভূত ভ্রান্তি
ঋনাত্মক পুঞ্জিভূত ভ্রান্তি
তাপমাত্রাজনিত ভ্রান্তি
33. শিকলের রিং চ্যাপ্টা হয়ে গেলে কি ধরনের ভ্রান্তি দেখা দেয়?
ধনাত্মক ভ্রান্তি
ঋনাত্মক ভ্রান্তি
পুঞ্জিভূত ভ্রান্তি
ক্ষতিপূরক ভ্রান্তি
34. ক্ষতিপূরক ভ্রান্তির দরুন পরিমাপকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের-
কম হয়
বেশি হয়
সমান হয়
কোনটি নয়
35. Back bearing of a line is equal of (যে কোন রেখার পশ্চাৎ বিয়ারিং সমান)-
Explained: সম্মুখ বিয়ারিং ১৮০° হতে কম হলে ১৮০° যোগ করলে। পশ্চাৎ নিয়ারিং পাবো অন্যভাবে সম্মুখ বিয়ারিং ১৮০° হতে বেশি হলে ১৮০° বিয়োগ করলে পশ্চাৎ বিয়ারিং পাবো। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. There are two stations A and B. Which of the following statements is correct? - The back bearing of Af is BA 2. In quadrantal bearing system, back bearing of a line may be obtained from its forward bearing, by- Changing the cardinal points, iz. substituting N for S and E for Wand vice-versa 3. Back bearing of a line is equal to -Forebearing ±180 4. A transit is oriented by setting its vernier A to read the back azimuth of the preceding line. A back sight on the preceding transit station taken and transit is rotated about its vertical axis. The vernier A reads - Azimuth of the forward line
Fore bearing ± 90°
Fore bearing ±180°
Fore bearing ±270°
Fore bearing ± 360°
36. End Bearing pile এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Explained: End Bearing pile- মূলত নির্দিষ্ট গভীরতার হার্ড স্ট্রাটা বা শক্ত স্তর পর্যন্ত বর্ধিত হয়ে থাকে। এই ধরনের পাইল ঘর্ষণ এবং End Bearing skin Friction হতে সর্বদা বেশী হয়।
skin friction > End Bearing
skin friction-End Bearing
End Bearing > skin Friction
কোনটিই নয়
37. থিওডোলাইট এমন একটি যন্ত্র যা দ্বারা সঠিকভাবে মাপা যায়-
Explained: থিওডোলাইট এক প্রকার কোন পরিমাপক যন্ত্র। এর সাহায্যে অতি সূক্ষভাবে অনুভূমিক ও উলম্ব কোন পরিমাপ করা যায়। কোন পরিমাপের মাধ্যমে ট্রাভ্যর্স জরিপ, ত্রিভুজায়ন জরিপ, হাইড্রোগ্রাফিক জরিপ, টেকোমিটরি জরিপ কার্য করা হয়ে থাকে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে- 360°. 2. নন-ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি কোণ পরিমাপ করতে পারে- 45° 3. অনুভূমিক অক্ষে উল্লম্ব তলে ঘুরানো যায় কোনটিকে- ট্রানজিট থিওডোলাইট। 4. যেকোনো পরিমাণের উল্লম্ব কোণ পরিমাপ করা যায়-ট্রানজিট থিওডোলাইট।
horizontal angle only
vertical angle only
horizontal and vertical angle
only liner measurement
38. For a tratraverse containing 10 sides, what would be the correction applie for the first""side, if it consists a closing error of +1.927" –
19.0
19.2
1.902
0.192
39. শিকল জরিপে ভুল ভ্রান্তি যদি ধনাত্মক হয়, তবে সংশোধনী হবে-
ধনাত্মক
সব সময়ই ধনাত্মক
ঋনাত্মক
কোনটি নয়
40. Rise and fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
Explained: সমতলকরণ হল অন্য স্করের তুলনায় একটি জ্বরের উচ্চতা নির্ধারনের একটি প্রক্রিয়া। এটি একটি ডেটামের সাপেক্ষে একটি বিন্দুর উচ্চতা (RL) স্থাপন করতে জরিপে ব্যবহৃত হয়। পদ্ধতি দুইটি হলো- ১. Height of instrument 2. Rise and fall method.
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL