61. A child likes sweets only. The negative form of the sentence is-
Hints: Only যুক্ত বাক্যকে negativeNone but ব্যক্তির ক্ষেত্রে আর nothing but হলো বস্তুর ক্ষেত্রে আর এগুলো ব্যবহৃত হয় যে ব্যক্তি বা বন্ধুকে নির্দেশ করছে তাদের ঠিক পূর্বে। সুতরাং প্রদত্ত বাক্যটির সঠিক negative করতে nothing but বা none but ব্যবহৃত হয়।
63. 'Man is mortal'-এর সঠিক Negative sentence কোনটি?
Hints: Affirmatwe বাক্যকে negative বাক্যে রূপান্তরের সময় মনে রাখতে হবে বাক্যের অর্থ যেন পরিবর্তিত না হয়। সুতরাং প্রদত্ত বাক্যটি negative বাক্য No man is immortal or Man is not immortal অর্থ কোনো মানুষই অমরণশীল নয় অর্থাৎ মানুষ মরণশীল।
64. He acted on my advice-complex form of this sentence is ---
Hints: He acted on my advice বাক্যটি একটি simple sentence: Complex sentence- সাধারণত একটি principle clause এবং এক বা একাধিক subordinate clause থাকে। Complex sentence-এর clause গুলো as, since, because, if, till, although ইত্যাদি দ্বারা যুক্ত থাকে।
Hints: Subject + verb + object যুক্ত Simple Sentence-কে Complex করতে ব্যক্তির ক্ষেত্রে Relative pronoun 'two' ব্যবহার করে একটি Subordinate Clause তৈরি করতে হয়। সুতরাং সঠিক উত্তর খ।
66. Choose the simple sentence of 'Munir is a boy who is good.
Hints: Relative pronoun-এর পর be verb adjective থাকলে simple করার জন্য adjective টি relative pronoun-এর ঠিক পূর্বের noun-এর পূর্বে বসাতে হবে। সুতরাং বাক্যটির সঠিক simple sentence হলো Munir is a good boy
67. Choose the simple form of the sentence 'Stand here and die'.
Hints: "Stand here and die' compound বাক্যটিকে single করতে and পরবর্তী unb কে infinitive (to+ terh) করতে হবে। সুতরাং প্রদত্ত বাকাটির scmple form হলো stand here only to die
68. The negative form of the sentence 'Neela is taller than Bushra' is-
Hints: Comparative degree যুক্ত বাক্যকে Negative করতে structure: দ্বিতীয় noumটি প্রথম + verb + not so comparative form-এর positive form + as + প্রথম munটি। সুতরাং বাক্যটির negative form হলো Bushra is not so tall as Neela
Hints: Exclamatory বাক্যে sub না থাকলে সুবিধাজনক sub এবং সে অনুযায়ী verb বসাতে হয়। Exclamatory বাক্যে an/a এ থাকলে verb এরপর a/an + very/great + adjective + noun বসে। সুতরাং প্রদত্ত বাক্যটির assertive form হলো It is a very excellent idea
Hints: Or যুক্ত compound বাক্যটিকে simple করতে প্রথমে without + verb + ing তারপর পরবর্তী বাক্য আর imperative বাক্য হলে future tense এ হবে। সুতরাং সঠিক simple বাক্য Without doing you will die
72. What is the compound form of the sentence-'She kept her promise'?
Hints: Compound sentence-এ একের অধিক principal clause থাকে যা co- ordinating conjunction যেমন: and, but, therefore, both and not only but also দ্বারা যুক্ত থাকে বিধায় বাক্যটির compound form হলো- She not only made a promise but also kept it
73. 'A rolling stone gathers no moss' The complex form of the sentence is-
Hints: Participle যুক্ত simple sentence-কে complex করতে হলে participle অংশকে subordinate clause-এ রূপান্তরিত করতে হয় এবং বাকি অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে। প্রদত্ত বাক্যে 'rolling' হচ্ছে present participle, যার subordinate clause হলো 'A stone which/that rolls' যা (ঘ) option-এ উল্লেখ আছে।
75. 'Only the science students can apply for the post. Transform the sentence from affirmative to negative.
Hints: Only যুক্ত affirmative বাক্যেকে negative করতে ব্যক্তির পূর্বে none but আর বস্তুর পূর্বে nothing but। যেহেতু the science students ব্যক্তিবাচক সুতরাং প্রদত্ত বাকাটির negative: None but the science students can apply for the post
Science students should not apply for the post.
Other than science students no one should apply.
Science students can only apply for the post.
None but the science students can apply for the post.
77. 'None can do this' এর interrogative form কি হবে?
[Note: None/No one/Nobody যুক্ত negative বাক্য interrogative করতে who দ্বারা শুরু করতে হবে এবং interrogative বাক্যটি affirmative হবে। আবার auxiliary verb-কে শুরুতে এনে তারপর any one/anybody/+ বাকি অংশ লিখেও interrogative করা যায়। সুতরাং বাক্যটির interrogative form Who can do this? এবং Can anyone do this? দুটিই সঠিক।
78. The negative form of the sentence 'He is always on time' is-
Hints: Always affirmative বাক্যে থাকলে তা negative বাক্যে never এ রূপান্তরিত হয় এবং on time-এর বিপরীত শব্দ late negative sentence এ বসবে। সুতরাং প্রদত্ত বাকাটির negative form হলো he is never late
Hints: Everybody/Everyone/All sub হিসেবে যুক্ত বাক্যকে interrogative রূপান্তর করতে structure হবে: Who + doesn't/didn't + verb-এর present form + verb-এর পরের অংশ + question mark। সুতরাং বাক্যটির interrogative বাক্য who doesn't love flower?
80. The complex form of the sentence: 'Study hard or you will fail' is-
Hints: প্রদত্ত 'Or' যুক্ত compound sentence কে complex এ রূপান্তর করার নিয়ম অনুযায়ী if + subject + do not + প্রদত্ত প্রথম clause+ কমা+ দ্বিতীয় clause বসবে। সুতরাং সঠিক উত্তর (ক)।