26. How beautiful the garden is! (make it assertive)
Hints: 7 exclamatory বাক্যটির assertive বাক্যে রূপান্তরের structure হলো sul verb - very + adjective। সুতরাং সঠিক assertive বাক্যটি- The garden is very beautiful
28. Business must improve soon. Or the company will have to close. Choose one from the following that can replace the above sentence.
Hints: প্রদত্ত বাক্যটির বাংলা ব্যবসা শীঘ্রই উন্নতি করতে হবে অথবা কম্পানি বন্ধ হয়ে যাবে। প্রদত্ত বাক্যটিকে অর্থ অনুযায়ী replase করা যায় The company will have to close unless business, improves soon. (যদি না ব্যবসার উন্নয়ন ঘটে কম্পানি বন্ধ হয়ে যাবে।)
Although business will improve soon, the company has to be closed down.
The commpany will not close in case business gets improved.
The company will have to close unless business improves soon. The company will not close in case business improves soon.
The company will not close in case business improves soon.
29. 'I will kill you if you don't speak the truth'. Compound form of this sentence is:
Hints: If + negative sentence যুক্ত complex sentence-কে compound sentence- রূপান্তর করতে if থেকে not পর্যন্ত উঠে যাবে তার পরের অংশ+or+ অন্য clauseটি বসবে। অর্থাৎ বাক্যটির compound form হলো Speak the truth, or I will kill you!
30. The battle has been won but the war isn't over yet. The complex form of this sentence is:
Hints: But যুক্ত compound sentence-কে complex sentence-এ রূপান্তরের ক্ষেত্রে though: ব্যবহার করতে হয় কিন্তু clause গুলোর tense বা verb form-এর কোনো পরিবর্তন হবে না।
Though the battle has won, the war has not been over yet.
Though the battle has been won, the war has not over yet.
Though the battle had won, the war isn't over yet.
Though the battle has been won, the war isn't over yet.
32. You have done a mistake and I know it. (make it simple)
Hints: You have done a mistake clauseটিকে noun phrase এ রূপান্তরিত করে simple বাক্যে রূপান্তরিত করা যায়। সুতরাং প্রদত্ত বাক্যটির simple sentence হলো : 1 know your mistake
Hints: But যুক্ত compound বাক্যটির simple বাক্যে রূপান্তরের নিয়ম: In spite of + sub-এর possessive adjective + adjective- noun form but-এর পরের অংশ। সুতরাং বাক্যটির simple বাক্য হলো In spite of his poverty, he is honest
34. The boy was diligent, so the teacher praised him." The simple form of this sentence is:
Hints: কখনো কখনো clause কে phrase এ রূপান্তর করে simple sentence-এ রূপান্তর করা যায় আর possessive adjective এর পর adjective-এর noun form বসে। সুতরাং প্রদত্ত বাক্যটির simple form হলো The teacher praised the boy for his diligence.
The boy was diligence as the teacher praised him.
The teacher praised the boy for his diligent.
The tacher praised the boy for his diligence.
The boy was praised by the teacher for his diligence.
37. He has a good job, Complete the sentence by choosing the clause that makes it compound:
Hints: প্রদত্ত clause-এর পর comma থাকায় as, though এবং since দ্বারা compound বাক্য গঠন করা যাবে না। শুধুমাত্র uct দ্বারা সম্ভব। Yet যুক্ত clauseটি শূন্যস্থানে বসিয়ে বাক্যটির বাংলা: সে ভালো চাকরি করে, তবুও তার কাছে কখনোও টাকা থাকে বলে মনে হয় না। আর এখানে yet শব্দটি but এর অর্থ প্রকাশ করে।
38. You must work hard for success. (make it compound without changing meaning)
Hints: Compound sentence or, but, and, or ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে। সুতরাং অর্থ পরিবর্তন না করে একমাত্র compound sentence হলো Work hard and you will succeed