28685. বিল্ডিং স্টোন-এর সর্বোচ্চ পানি শোষণ মাত্রা............ [BGFCL-21]
ব্যাখ্যা: বিল্ডিং স্টোন ৫% এর অধিক পানি শোষণ ক্ষমতা থাকা উচিত নয়। যদি কোনো ক্ষেত্রে কোনো স্টোনের পানি শোষণ ক্ষমতা ১০% হয়, তবে তা গ্রহণযোগ্য নয়। ক্ষেত্রবিশেষ পানি শোষণ ক্ষমতা ৩% এর অধিক গ্রহণযোগ্য নয়।
ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড সাধারণত চুন বা কুইক লাইম নামে পরিচিত। এটি নির্মাণসামগ্রী যেমন- সিমেন্টের সাথে মিশ্রিত করলে কোনোরূপ বিক্রিয়া করে না, এজন্য একে ফ্রি লাইমও বলা হয়।
28700. ২৩। সিমেন্ট মশলায় ইট ব্যবহারের পূর্বে ইটকে পরিষ্কার পানিতে কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। [BGFCL-21]
ব্যাখ্যা: গাঁথুনির কাজ শুরু করার পূর্বে ইটগুলোকে অন্তত ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভালো হয়। ফাটল ধরার সম্ভাবনা কম থাকে। এ ছাড়া ভালোভাবে না ভিজলে প্লাস্টার ভালোভাবে করা যায় না।