28987. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান, যেখানে রয়েছে উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে তারকা। এছাড়া রাষ্ট্রীয় প্রতিক বা মনোগ্রামের ডিজাইনার এএন সাহা।