1123. কোনটি ফায়ার টিউব বয়লার? 
                
                                    ওয়াটার টিউব বয়লার (Water tube boiler)
যে বয়লারে পানি টিউবের মধ্যে থাকে এবং উত্তß d¬z গ্যাস ঐ টিউবগুলোর চারদিক দিয়ে প্রবাহিত হয়, তাকে ওয়াটার টিউব বলে।
ওয়াটার টিউব বয়লার (Water tube boiler) :
(ক) ল্যামন্ট বয়লাব (La-mont boiler)
(খ) ব্যাবকত অ্যান্ড উইলকক্স বয়লার (Bobcock and wilent boiler)
( গ) বেনসন বয়লার (Benson boiler)
(ঘ) লফলার বয়লার (Loeffler boiler)
(ঙ) স্টারলিং বাংলার (Starling boiler) 
ফায়ার টিউব বয়লার (Fire tube boiler) যে বয়লারের টিউবের ভিতর আগুন বা d¬z গ্যাস (Flac gas) প্রবাহিত হয় এবং টিউবের চারপার্শ্বে পানি সরবরাহ করা হয়, তাকে ফায়ার টিউব বয়লার বলে।
ফায়ার টিউব অথবা স্মোক টিউব বয়লার (Fire tube or smoke tube boiler):
(ক) ভার্টিক্যাল বয়লার (Vertical boiler)
(খ) লোকোমোটিত বয়লার (Locomotive boiler)
(গ) মেরিন স্বত বয়লার (Marine scotch boiler)
(ঘ) কোচরান বয়লার (Cochran boiler)
(ঙ) কর্নিশ বয়লার (Cornish boiler)
(চ) ল্যাংকাশায়ার বয়লার (Lancashire boiler)