সেন্ট্রিফিউগ্যাল ফাস্টিং (Centrifugal casting) ঃ উচ্চ গতিতে ঘূর্ণায়মান (1500 rpme) মোল্ডের ভিতর গলিত ধাতু ঢেলে দিয়ে কাস্টিং করা হয়। আবর্তনের ফলে ত্রিয়াশীল কেন্দ্রবিমুখী বল ধাতুকে সঠিক স্থানে স্থাপন করে।
ব্যবহারঃ লোহার পাইপ, ব্যারেল, প্রিড, বেলনাকৃতি প্রতিসাম্য আকারের ঢালাই বস্তু উৎপাদনে এ পদ্ধতি ব্যবহার হয়।